ঢাকা, সোমবার, ৫ মাঘ ১৪৩১, ২০ জানুয়ারি ২০২৫, ১৯ রজব ১৪৪৬

জাতীয়

দামুড়হুদায় বজ্রপাতে কৃষকের মৃত্যু

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪৩৩ ঘণ্টা, মে ১১, ২০২৪
দামুড়হুদায় বজ্রপাতে কৃষকের মৃত্যু প্রতীকী ছবি

চুয়াডাঙ্গা: চুয়াডাঙ্গার দামুড়হুদায় বজ্রপাতে আহমেদ মল্লিক (৭০) নামে এক বৃদ্ধ কৃষকের মৃত্যু হয়েছে।  

শনিবার (১১ মে) সকালে উপজেলার সীমান্তবর্তী পাটাচোরা গ্রামের মাঠে এ ঘটনা ঘটে।

 

মৃত আহমেদ মল্লিক একই উপজেলার পাটাচোরা গ্রামের মৃত খেদের আলী মল্লিকের ছেলে।  

এলাকাবাসী জানায়, শনিবার সকাল সাড়ে ৮টার দিকে আহমেদ আলী ও তার ছেলে শ্যালোমেশিনে পানি দিচ্ছিলেন। এ সময় বজ্রপাতে আহমদে আলী গুরুতর আহত হন। পরে তাকে আহতাবস্থায় উদ্ধার করে দামুড়হুদা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।  

ওই স্বাস্থ্য কমপ্লেক্সের কর্তব্যরত চিকিৎসক ডা. কাজী নওরীন জানান, হাসপাতালে আনার আগেই আহমেদ আলীর মৃত্যু হয়েছে।

বাংলাদেশ সময়: ১৪৩২ ঘণ্টা, মে ১১, ২০২৪
এসআরএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।