ঢাকা, বৃহস্পতিবার, ১৮ বৈশাখ ১৪৩২, ০১ মে ২০২৫, ০৩ জিলকদ ১৪৪৬

জাতীয়

চাঁদপুরে ভুয়া দন্ত চিকিৎসকের কারাদণ্ড

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯:১৬, মে ১৩, ২০২৪
চাঁদপুরে ভুয়া দন্ত চিকিৎসকের কারাদণ্ড

চাঁদপুর: চাঁদপুরের হাজীগঞ্জ বাজারের মা ডেন্টাল কেয়ারের ভুয়া দন্ত চিকিৎসক শাহ পরান শেখকে ১০ দিনের কারাদণ্ড দিয়েছে ভ্রাম্যমাণ আদালত।

সোমবার (১৩ মে) বিকেলে হাজীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) তাপস শীল এ দণ্ড দেন তাকে।

এ সময় উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা গোলাম মাওলা সহযোগিতা করেন।

ইউএনও তাপস শীল বলেন, ভুয়া চিকিৎসক শাহ পরান দন্ত চিকিৎসক না হয়েও হাজীগঞ্জের মা ডেন্টাল কেয়ারে বসে প্রেসক্রিপশন লিখতেন ও রোগী দেখতেন। চেম্বারে যেই চিকিৎসকের নাম লেখা সেই চিকিৎসকও বসেন না চেম্বারে। পরে  বাংলাদেশ মেডিকেল ডেন্টাল কাউন্সিল আইন ২০১০ অনুযায়ী শাহ পরান শেখকে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে ১০ দিনের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে।

পরে হাজীগঞ্জ বাজারের গোল্ডেন হাসপাতালে ভ্রাম্যমাণ আদালতের অভিযান চালনো হয়। হাসপাতালের এক্সরে রুমের বোর্ড চিকন থাকায় ৩০ হাজার টাকা, মেয়াদোত্তীর্ণ ওষুধ পাওয়ায় মডেল ফার্মেসিকে পাঁচ হাজার টাকা ও কাগজপত্র নবায়ন না করায় জনসেবা ফার্মেসির মালিককে পাঁচ হাজার টাকাসহ মোট ৪০ হাজার টাকা জরিমানা করা হয়।

বাংলাদেশ সময়: ১৯১৫ ঘণ্টা, মে ১৩, ২০২৪
এসএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।