ঢাকা, বুধবার, ৩০ বৈশাখ ১৪৩২, ১৪ মে ২০২৫, ১৬ জিলকদ ১৪৪৬

জাতীয়

ব্রাহ্মণবাড়িয়ায় ৩ চেয়ারম্যান প্রার্থীসহ ৫ জনকে জরিমানা

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১:৩৮, মে ১৬, ২০২৪
ব্রাহ্মণবাড়িয়ায় ৩ চেয়ারম্যান প্রার্থীসহ ৫ জনকে জরিমানা

ব্রাহ্মণবাড়িয়া: ব্রাহ্মণবাড়িয়ায় নির্বাচনী আচরণবিধি লঙ্ঘনের অভিযোগে সদর উপজেলা পরিষদ নির্বাচনের তিন চেয়ারম্যান প্রার্থী ও দুই ভাইস চেয়ারম্যান প্রার্থীকে জরিমানা করা হয়েছে।  

বৃহস্পতিবার (১৬ মে) বিকেলে সদর উপজেলা সহকারি কমিশনার (ভূমি) মোনাব্বের হোসেন এ ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন।

ভ্রামমাণ আদালতের অভিযানে চেয়ারম্যান প্রার্থী জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি মো. হেলাল উদ্দিন, স্বেচ্ছাসেবক লীগ সভাপতি মো. লোকমান হোসেন ও ছাত্রলীগের সাধারণ সম্পাদক শাহাদাৎ হোসেন শোভনকে ৩০ হাজার টাকা করে এবং ভাইস চেয়ারম্যান প্রার্থী নাসরিন হাওলাদার শিশির ও ইসমাইল হোসেনকে পাঁচ হাজার টাকা জরিমানা করা হয়। এ সময় পৌর এলাকার বিভিন্নস্থান থেকে প্রার্থীদের প্রচারণার ব্যানার খুলে ফেলা হয়।  

মোনাব্বের হোসেন জানান, প্রতীক বরাদ্দের আগে প্রচারণা চালানোয় বিধিনিষেধ রয়েছে। সেই নিষেধ অমান্য করায় পাঁচজনকে জরিমানা করা হয়। পাশাপাশি পৌর এলাকার গুরুত্বপূর্ণ স্থান থেকে ব্যানার সরিয়ে ফেলা হয়। এ অভিযান অব্যাহত থাকবে।  

বাংলাদেশ সময়: ২১৩৫ ঘণ্টা, মে ১৬, ২০২৪
এসআরএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।