ঢাকা, বুধবার, ১২ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ নভেম্বর ২০২৪, ২৫ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

পলাশবাড়ীতে বাস উল্টে হেলপার নিহত

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪৩০ ঘণ্টা, মে ২৬, ২০২৪
পলাশবাড়ীতে বাস উল্টে হেলপার নিহত

গাইবান্ধা: গাইবান্ধার পলাশবাড়ী উপজেলায় বাস উল্টে এর হেলপার সুমন মিয়া (৪০) নিহত হয়েছেন। এতে আহত হয়েছেন অন্তত ১০ যাত্রী।

রোববার (২৬ মে) সকালে গাইবান্ধা-পলাশবাড়ী সড়কে উপজেলার সাকোয়া মাঝিপাড়া (ডাকঘর) নামক এলাকায় এ দুর্ঘটনা ঘটে।  

নিহত সুমন উপজেলার বেতকাপা ইউনিয়নের চন্ডিপুর গ্রামের হায়দার মিয়ার ছেলে।  

বেতকাপা ইউনিয়ন পরিষদ (ইউপি) চেয়ারম্যান মোস্তাফিজুর রহমান জানান, সকাল ৬টার দিকে অরিন পরিবহনের একটি বাস ঢাকা যাচ্ছিল। পথে সাকোয়া মাঝিপাড়া এলাকায় চালক নিয়ন্ত্রণ হারালে বাসটি উল্টে সড়কের পাশের জমিতে পড়ে যায়। এতে ঘটনাস্থলেই বাসের হেলপার সুমন মিয়া মারা যান। আহত হন অন্তত ১০ যাত্রী। তাদের প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে।

বিষয়টি নিশ্চিত করে পলাশবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আজমিরুজ্জামান জানান, দুর্ঘটনা কবলিত বাসটি উদ্ধারের চেষ্টা চলছে। মরদেহ স্বজনরা বাড়িতে নিয়ে গেছেন। এ ঘটনায় থানায় মামলার হয়েছে।

বাংলাদেশ সময়: ১৪২৯ ঘণ্টা, মে ২৬, ২০২৪
এসআই

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।