ঢাকা, শনিবার, ৮ অগ্রহায়ণ ১৪৩১, ২৩ নভেম্বর ২০২৪, ২১ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

বীরগঞ্জে বাসচাপায় মা-ছেলে নিহত

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯৩৯ ঘণ্টা, জুন ১৮, ২০২৪
বীরগঞ্জে বাসচাপায় মা-ছেলে নিহত প্রতীকী ছবি

দিনাজপুর: দিনাজপুরের বীরগঞ্জে বাসচাপায় ব্যাটারিচালিত ভ্যানের যাত্রী মা-ছেলে নিহতের ঘটনা ঘটেছে। এ ঘটনায় আহত হয়েছেন নিহতের স্বামী।

 

মঙ্গলবার (১৮ জুন) বিকেলে উপজেলার দলুয়া পল্লী বিদ্যুৎ এলাকায় এ দুর্ঘটনা ঘটে।  

নিহতরা হলেন- একই উপজেলার প্রাণনগর এলাকার বাসিন্দা মাহাবুব ইসলামের স্ত্রী খাইরুন আক্তার (২৪) ও ছেলে আবুজর (৭)।  

জানা গেছে, বিকেলে স্ত্রী-সন্তানকে ভ্যানে করে নিয়ে বীরগঞ্জ থেকে পঁচিশমাইল এলাকার দিকে যাচ্ছিলেন মাহাবুব। পথে দলুয়া পল্লী বিদ্যুৎকেন্দ্রের সামনে এলে ঠাকুরগাঁও থেকে আসা যাত্রীবাহী একটি বাস তাদের ভ্যানকে চাপা দেয়। এতে স্ত্রী-সন্তানসহ গুরুতর আহত হন মাহাবুব। স্থানীয়রা তাদের উদ্ধার করে ঠাকুরগাঁও হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক স্ত্রী খাইরুন ও তার সন্তানকে মৃত ঘোষণা করেন।

বিষয়টি নিশ্চিত করে দশমাইল হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তরিকুল ইসলাম বলেন, বাসটি আটক করলেও চালক পালিয়ে গেছেন। এ বিষয়ে আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন।

বাংলাদেশ সময়: ১৯৩৫ ঘণ্টা, জুন ১৮, ২০২৪
এসআরএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।