ঢাকা, শনিবার, ৮ অগ্রহায়ণ ১৪৩১, ২৩ নভেম্বর ২০২৪, ২১ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

প্রতিবন্ধী কিশোরীকে ধর্ষণের দায়ে যুবকের যাবজ্জীবন

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০৩৫ ঘণ্টা, জুন ২৬, ২০২৪
প্রতিবন্ধী কিশোরীকে ধর্ষণের দায়ে যুবকের যাবজ্জীবন

ফরিদপুর: ফরিদপুরে ১৪ বছর বয়সী এক বুদ্ধি প্রতিবন্ধী কিশোরীকে ধর্ষণের দায়ে শহিদ সরকার (৩৫) নামে এক যুবককে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে তাকে ২০ হাজার টাকা অর্থদণ্ড ও অনাদায়ে আরও ছয় মাসের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়।

বুধবার (২৬ জুন) বিকেল ৩টার দিকে ফরিদপুর জেলা ও দায়রা জজ, নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক মো. হাফিজুর রহমান এ রায় দেন।

রায় ঘোষণার সময় আসামি আদালতে উপস্থিত ছিলেন না। তিনি পলাতক রয়েছেন।

যাবজ্জীবন দণ্ডপ্রাপ্ত শহিদ ফরিদপুর জেলা সদরের কানাইপুর ইউনিয়নের রায়কাইল এলাকার মো. রুস্তম সরকারের ছেলে।

আদালত সূত্রে জানা যায়, ২০১৮ সালের ০৪ সেপ্টেম্বর ফরিদপুর সদরের কানাইপুর ইউনিয়নের একটি গ্রামে ১৪ বছর বয়সী এক প্রতিবন্ধী তরুণীকে নিজ বাড়িতে ধর্ষণের অভিযোগ ওঠে। এ ঘটনায় পুলিশ দীর্ঘ তদন্ত শেষে ২০১৯ সালের ৯ ফেব্রুয়ারি আদালতে অভিযোগপত্র জমা দেন।

আদালতের রাষ্ট্রপক্ষের আইনজীবী অ্যাডভোকেট স্বপন পাল বলেন, এ রায়ে আমরা অত্যন্ত খুশি। এ রায়ের ফলে সমাজে ন্যায় বিচার প্রতিষ্ঠা হবে।

বাংলাদেশ সময়: ২০৩৫ ঘণ্টা, জুন ২৬, ২০২৪
আরআইএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।