ঢাকা, শনিবার, ৮ অগ্রহায়ণ ১৪৩১, ২৩ নভেম্বর ২০২৪, ২১ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

টাঙ্গাইলে নিখোঁজ হওয়ার ৪ দিন পর মিলল প্রবাসীর মরদেহ

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪৩৭ ঘণ্টা, জুলাই ২, ২০২৪
টাঙ্গাইলে নিখোঁজ হওয়ার ৪ দিন পর মিলল প্রবাসীর মরদেহ প্রতীকী ছবি

টাঙ্গাইল: টাঙ্গাইলের পৌরসভা শহরের সন্তোষে নিখোঁজ হওয়ার চারদিন পরে প্রবাসীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

মঙ্গলবার (২ জুলাই) সকাল ১১টার দিকে পৌর শহরের সন্তোষ রথখোলা শান্তিনগর মডেল টাউন পুকুরের পাশ থেকে মরদেহটি উদ্ধার করা হয়।

নিহত ব্যক্তি পৌর শহরের অলোয়া ভবানী আমতলা এলাকার নুর মোহাম্মদের ছেলে সোহেল রানা (৩২)।  

পুলিশ ও স্থানীয়রা জানান, গত চারদিন আগে অলোয়া ভবানী থেকে রাতে নিখোঁজ হোন সোহেল। পরে একদিন খোঁজাখুঁজি করার পর টাঙ্গাইল সদর মডেল থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করে পরিবার। এরপর চারদিন পার হয়ে গেলেও কোনো তথ্য পাওয়া যায়নি সোহেলের। মঙ্গলবার সকালে সন্তোষ এলাকার স্থানীয়রা শান্তিনগর মডেল টাউন পুকুরের পাশে মরদেহটি ভাসমান দেখে থানায় খবর দেন। পুলিশ ঘটনাস্থল থেকে মরদেহটি উদ্ধার করে। খবর পেয়ে মরদেহটি সোহেলের বলে শনাক্ত করেন তার পরিবারের লোকজন। পরে মরদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য টাঙ্গাইল জেনারেল হাসপাতালের মর্গে পাঠায় পুলিশ। সোহেল এক বছর হলো বিদেশ থেকে এসেছেন। সামনে মাসে সোহেল আবার বিদেশ চলে যাওয়ার জন্য প্রস্তুতি নিচ্ছিলেন।

টাঙ্গাইল পুলিশ ফাঁড়ির ইনচার্জ উপ-পরিদর্শক (এসআই) আতিকুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

বাংলাদেশ সময়: ১৪২৮ ঘণ্টা, জুলাই ০২, ২০২৪
এসআরএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।