ঢাকা, শনিবার, ৮ অগ্রহায়ণ ১৪৩১, ২৩ নভেম্বর ২০২৪, ২১ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

মেহেরপুর র‌্যাবের অভিযানে ফেনসিডিলসহ নানি-নাতি আটক

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪২৪ ঘণ্টা, জুলাই ৫, ২০২৪
মেহেরপুর র‌্যাবের অভিযানে ফেনসিডিলসহ নানি-নাতি আটক

মেহেরপুর: জেলায় ১৩২ বোতল ভারতীয় ফেনসিডিলসহ দুই মাদক কারবারিকে আটক করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব-১২)।

শুক্রবার (০৫ জুলাই) সকাল ৮টার সময় গোপন তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।

আটকরা হলেন- মেহেরপুর সদর উপজেলার চকশ্যামনগর গ্রামের শামসুল হুদার স্ত্রী সুজান বেগম (৫৫) ও মুজিবনগর উপজেলার মোনাখালী গ্রামের মধ্যপাড়া এলাকার মৃত মফিজুল ইসলামের ছেলে মো. লিজন মিয়া (১৯)। তারা সম্পর্কে নানি ও নাতি।

র‌্যাব-১২ সিপিসি-৩ মেহেরপুর ক্যাম্পের কমান্ডার সিনিয়র এএসপি মনিরুজ্জামান জানান, পাচারের উদ্দেশ্য নিজ বাড়িতে মাদক মজুত করেছে এমন তথ্যের ভিত্তিতে ওই বাড়িকে অভিযান চালানো হয়। র‌্যাবের উপস্থিতি টের পেয়ে তারা পালানোর চেষ্টা করেন। এ সময় তাদের আটক করা হয়। তাদের ঘর থেকে উদ্ধার করা হয় ১৩২ বোতল ফেনসিডিল। ফেনসিডিলের আনুমানিক মূল্য মূল্য ২ লাখ ৬৪ হাজার টাকা।

ফেনসিডিল উদ্ধারের ঘটনায় মেহেরপুর সদর থানায় মাদকদ্রব্য আইনে মামলা দিয়ে তাদের সদর থানায় হস্তান্তর করা হয়েছে বলেও জানান এ কর্মকর্তা।

বাংলাদেশ সময়: ১৪২৩ ঘণ্টা, জুলাই ০৫, ২০২৪
এফআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।