ঢাকা, সোমবার, ৫ মাঘ ১৪৩১, ২০ জানুয়ারি ২০২৫, ১৯ রজব ১৪৪৬

জাতীয়

মোংলা বন্দরে আমদানি করা গাড়ি চালু করতেই আগুন, চালক দগ্ধ

ডিস্ট্রিক করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০৫৩ ঘণ্টা, জুলাই ১১, ২০২৪
মোংলা বন্দরে আমদানি করা গাড়ি চালু করতেই আগুন, চালক দগ্ধ

বাগেরহাট: বাগেরহাটের মোংলা বন্দরের কার ইয়ার্ডে রাখা একটি গাড়িতে আগুন লাগার ঘটনা ঘটেছে।  

বৃহস্পতিবার (১১ জুলাই) দুপুরে দুই নং কার ইয়ার্ড থেকে গাড়ি বের করার সময় এই ঘটনা ঘটে।

এতে গাড়ির চালক গুরুতর আহত হন।  

বন্দরের নিজস্ব ফায়ার ইউনিট অল্প সময়ের মধ্যে আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়। এদিকে অগ্নিকাণ্ডের কারণ জানতে ৩ সদস্য বিশিষ্ট তদন্ত কমিটি গঠন করেছে মোংলা বন্দর কর্তৃপক্ষ। তদন্ত কমিটিকে আগামী ৩ কার্যদিবসের মধ্যে রিপোর্ট দিতে বলা হয়েছে।

আহত গাড়িচালকের নাম ইরফান দিপু (২৭)। তিনি চট্টগ্রাম জেলার বাকুলিয়া গ্রামের আব্দুল মতিনের ছেলে। নিলামে কেনা গাড়িটি চালিয়ে মালিকের বাড়িতে পৌঁছে দেওয়ার জন্য এসেছিলেন তিনি।

মোংলা বন্দর কর্তৃপক্ষের জনসংযোগ বিভাগের উপ-পরিচালক মো. মাকরুজ্জান বলেন, বেশকিছুদিন ধরে একটি হাইএস গাড়ি বন্দরের কার ইয়ার্ডে পড়েছিল। কয়েকদিন আগে মোংলা কাস্টোমস কর্তৃপক্ষ গাড়িটি নিলামে দেয়। নিলামে অংশ নিয়ে এক একব্যক্তি একটি হাইএস গাড়ি কেনেন। বৃহস্পতিবার দুপুরে তার কেনা হাইএস গাড়িটি কার ইয়ার্ড থেকে বের করার জন্য একজন চালক স্টার্ট দিলেই গাড়িটিতে আগুন ধরে যায়। বন্দরের নিজস্ব ফায়ার ইউনিট দ্রুত ঘটনাস্থলে গিয়ে গাড়ির মধ্য থেকে চালককে উদ্ধার করে। এবং অল্প সময়ের মধ্যে আগুন নেভাতে সক্ষম হয়। চালক আগুনে পুড়ে আহত হন। তাকে মোংলা বন্দর হসপিটালে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে।

তিনি আরও বলেন, আগুন লাগার কারণ জানতে বন্দর কর্তৃপক্ষের ট্রাফিক ম্যানেজার মো. শামীম হাওলাদারকে প্রধান করে একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে। এই কমিটি আগামী তিন কার্যদিবসের মধ্যে রিপোর্ট দেবেন।

এদিকে ফায়ার সার্ভিসের সদস্যরা বলছেন, দীর্ঘদিন পরে থাকায় যান্ত্রিক ত্রুটি সৃষ্টি হওয়ায় আগুন ধরতে পারে।

বাংলাদেশ সময়: ২০৪৯ ঘণ্টা, জুলাই ১১, ২০২৪
এসএএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।