ঢাকা, শনিবার, ৮ অগ্রহায়ণ ১৪৩১, ২৩ নভেম্বর ২০২৪, ২১ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

৬৬ মি.মি. বৃষ্টিপাতে সাতক্ষীরা পৌরসভার বিভিন্ন এলাকায় জলাবদ্ধতা 

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯৩০ ঘণ্টা, জুলাই ৩১, ২০২৪
৬৬ মি.মি. বৃষ্টিপাতে সাতক্ষীরা পৌরসভার বিভিন্ন এলাকায় জলাবদ্ধতা 

সাতক্ষীরা: সামান্য বৃষ্টিতেই জলাবদ্ধ হয়ে পড়েছে সাতক্ষীরা পৌরসভার বিভিন্ন এলাকা। তলিয়ে গেছে রাস্তা-ঘাট।

এতে দুর্ভোগে পড়েছেন পৌরবাসী।

বুধবার (৩১ জুলাই) বেলা ১১টা থেকে বিকেল সাড়ে ৫টা পর্যন্ত থেমে থেমে ভারী বর্ষণের ফলে এ অবস্থার সৃষ্টি হয়েছে।

সরেজমিনে সাতক্ষীরা পৌরসভার রাজার বাগান, মুন্সীপাড়া, মুনজিতপুর, কাটিয়া, সুলতানপুরের বিভিন্ন এলাকা ঘুরে দেখা গেছে, পানি নিষ্কাশনের কার্যকর কোনো ব্যবস্থা না থাকায় বৃষ্টির পানিতে তলিয়ে গেছে রাস্তা-ঘাট। অনেকের বাড়ির উঠানেও জমেছে পানি।

সাতক্ষীরা সরকারি কলেজ মাঠ সংলগ্ন এলাকার আজিজুল ইসলাম বলেন, বৃষ্টিতে কলেজ মাঠসহ কলেজ-পুরাতন সাতক্ষীরা সড়ক তলিয়ে গেছে। একে তো সড়কটি চলাচলের অযোগ্য, তার ওপর বৃষ্টির পানিতে তলিয়ে যাওয়ায় চলাচলে মারাত্মক ভোগান্তির শিকার হচ্ছে মানুষ। বৃষ্টির পানি নিষ্কাশনের ব্যবস্থা না থাকায় এ অবস্থার সৃষ্টি হয়েছে। এ অবস্থায় চলাচল করতে গিয়ে মানুষ দুর্ঘটনার শিকারও হতে পারে।

কাটিয়ার নাহিদ হাসান লিটু জানান, তাদের এলাকায়ও পানি জমে গেছে। ড্রেন বদ্ধ হয়ে আছে। নিষ্কাশনের কোনো পথ নেই। রাস্তার ওপর পানি জমে গেছে। প্রতিবছর এ অবস্থার সৃষ্টি হলেও পৌর কর্তৃপক্ষের যেন কোনো দায় নেই?

সাতক্ষীরা জেলা নাগরিক কমিটির সদস্য সচিব আবুল কালাম আজাদ বলেন, সাতক্ষীরা পৌরসভায় কার্যকর কোনো ড্রেনেজ ব্যবস্থা নেই। এতে সামান্য বৃষ্টি হলেই জলাবদ্ধতার সৃষ্টি হয়। এমনিতেই পৌরসভার রাস্তা-ঘাটের বেহাল দশা। তার ওপর বর্ষা মৌসুমে পানি জমে দুর্ভোগ কয়েকগুণ বেড়ে যায়। এসব বিষয়ে পৌর কর্তৃপক্ষ নির্বিকার।

সাতক্ষীরা আবহাওয়া পর্যবেক্ষণাগারের ভারপ্রাপ্ত কর্মকর্তা জুলফিকার আলী জানান, বুধবার বিকেল সাড়ে ৫টা পর্যন্ত সাতক্ষীরায় ৬৬ মিলিমিটার বৃষ্টিপাত হয়েছে।  

বাংলাদেশ সময়: ১৮২৭ ঘণ্টা, জুলাই ৩১, ২০২৪
আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।