ঢাকা, সোমবার, ৫ মাঘ ১৪৩১, ২০ জানুয়ারি ২০২৫, ১৯ রজব ১৪৪৬

জাতীয়

মিরপুরে বিএনপি নেতাকর্মীদের বিজয় মিছিল

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩২৩ ঘণ্টা, আগস্ট ৬, ২০২৪
মিরপুরে বিএনপি নেতাকর্মীদের বিজয় মিছিল

ঢাকা: রাজধানীর মিরপুর ১০ গোলচত্বর থেকে বিজয় মিছিল করেছে কাফরুল থানা বিএনপিসহ দলটির অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা।

মঙ্গলবার (০৬ আগস্ট) সকাল সাড়ে ১১টার দিকে রাজধানীর মিরপুর ১০ গোলচত্বর থেকে শুরু হয়ে কাজিপাড়া, শেওড়াপাড়া হয়ে কচুক্ষেত পর্যন্ত গিয়ে শেষ হয় মিছিলটি।

এ সময় নেতাকর্মীরা বিভিন্ন স্লোগান দেন।

এর আগে, বেশ কয়েকদিন ধরে চলা বৈষম্যবিরোধী আন্দোলনের এক দফা দাবির মুখে সোমবার (০৫ আগস্ট) পদত্যাগ করেন শেখ হাসিনা। এনডিটিভি জানায়, সংঘাত ঠেকাতে না পারায় তাকে পদত্যাগ করার জন্য ৪৫ মিনিট সময় দেয় বাংলাদেশ সেনাবাহিনী। পদত্যাগের পর বেলা আড়াইটার দিকে বোন শেখ রেহানাকে নিয়ে দেশ ছাড়েন শেখ হাসিনা। এদিকে, সেনাবাহিনী প্রধান ওয়াকার-উজ-জামান জানিয়েছেন, খুব শিগগিরই অন্তর্বর্তীকালীন সরকার গঠন করা হবে।

বাংলাদেশ সময়: ১৩২১ ঘণ্টা, আগস্ট ০৬, ২০২৪
এমএমআই/এফআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।