ঢাকা, শনিবার, ৮ অগ্রহায়ণ ১৪৩১, ২৩ নভেম্বর ২০২৪, ২১ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

ময়মনসিংহে থানা-পুলিশের কার্যক্রম শুরু, জনমনে স্বস্তি

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮৩৬ ঘণ্টা, আগস্ট ১০, ২০২৪
ময়মনসিংহে থানা-পুলিশের কার্যক্রম শুরু, জনমনে স্বস্তি

ময়মনসিংহ: টানা কয়েকদিন দেশের উদ্বুদ্ধ পরিস্থিতিতে ময়মনসিংহে থানা-পুলিশের কার্যক্রম বন্ধ থাকার পর আবারও শুরু হয়েছে। এতে জনমনে স্বস্তি ফিরে এসেছে।

শনিবার (১০ আগস্ট) থেকে এই কার্যক্রম শুরু হয় বলে নিশ্চিত করেছেন ময়মনসিংহ পুলিশ রেঞ্জের ডিআইজি শাহ আবিদ হোসেন।

তিনি জানান, ময়মনসিংহ পুলিশ রেঞ্জে মোট ৩৬টি থানা রয়েছে। এর মধ্যে ৩৪টি থানার কার্যক্রম ইতোমধ্যে স্বাভাবিকভাবে শুরু হয়েছে। খুব দ্রুত বাকি দুটি থানার কার্যক্রম শুরু হবে।

কোতোয়ালি মডেল থানার পরিদর্শক (তদন্ত) মো. আনোয়ার হোসেন বলেন, থানার স্বাভাবিক কার্যক্রম চলছে। সেবা প্রার্থীদের জিডি, অভিযোগ যথারীতি গ্রহণ করে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হচ্ছে।

এদিকে দুপুরে কোতোয়ালি মডেল থানা পরিদর্শন করেছেন ময়মনসিংহের দায়িত্বপ্রাপ্ত আর্মি অ্যান্ড ডকট্রিন কমান্ডের কর্নেল মাহমুদ হাসান, এসপি মাছুম আহম্মেদ ভূইঞা প্রমুখ।

এসময় কর্নেল মাহমুদ হাসান সাংবাদিকদের বলেন, পুলিশের অনুপস্থিতিতে আইনশৃঙ্খলা পরিস্থিতির মারাত্মক অবনতি হচ্ছে। তাই পুলিশ সদস্যদের মনোবল বৃদ্ধি এবং জনগণের জানমাল রক্ষায় সেনাবাহিনী কাজ করে যাচ্ছে।

সূত্র জানায়, ১১ দফা দাবিতে গত কয়েকদিন ধরে কর্মবিরতিতে থাকা পুলিশ সদস্যরা ময়মনসিংহ পুলিশ লাইনে বিক্ষোভ করে আসছে। এরই ধারাবাহিকতায় তারা শনিবার সন্ধ্যা ৭টায় সংবাদ সম্মেলনের ডাক দিয়েছে।

বাংলাদেশ সময়: ১৮৩৬ ঘণ্টা, আগস্ট ১০, ২০২৪
এসএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।