ঢাকা, শনিবার, ৮ অগ্রহায়ণ ১৪৩১, ২৩ নভেম্বর ২০২৪, ২১ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

চুক্তিতে নিয়োগ পাওয়া ৫ কর্মকর্তা একদিন পরই সিনিয়র সচিব

স্পেশাল করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১৩৪ ঘণ্টা, আগস্ট ১৮, ২০২৪
চুক্তিতে নিয়োগ পাওয়া ৫ কর্মকর্তা একদিন পরই সিনিয়র সচিব

ঢাকা: চুক্তিতে নিয়োগ পাওয়া অবসরপ্রাপ্ত পাঁচ অতিরিক্ত সচিবকে পদোন্নতি দিয়ে চুক্তিতে সচিব হিসেবে নিয়োগের একদিন পর তাদের পদোন্নতি দিয়েছে অন্তর্বর্তী সরকার।

রোববার (১৮ আগস্ট) জনপ্রশাসন মন্ত্রণালয়ের প্রজ্ঞাপনে তাদের সিনিয়র সচিব পদমর্যাদা দেওয়া হয়।

এর আগে, শনিবার জনপ্রশাসন মন্ত্রণালয়ের প্রজ্ঞাপনে তাদের চুক্তিতে নিয়োগ দেওয়া হয়।

মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের সচিব ড. শেখ আব্দুর রশিদ, রাষ্ট্রপতির কার্যালয়ের জন বিভাগের সচিব ড. নাসিমুল গনি, রেলপথ মন্ত্রণালয়ের সচিব এম এ আকমল হোসেন আজাদ, সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগ সচিব মো. এহছানুল হক, জননিরাপত্তা বিভাগের সচিব ড. মোহাম্মদ আব্দুল মোমেনকে সিনিয়র সচিব পদমর্যাদা দেওয়া হয়েছে।

প্রজ্ঞাপনে বলা হয়, চুক্তিভিত্তিক নিয়োগে কর্মরত পাঁচজন সচিবকে সিনিয়র সচিব পদমর্যাদা দেওয়া হলো। জনস্বার্থে এ আদেশ অবিলম্বে কার্যকর হবে।

বাংলাদেশ সময়: ২১৩২ ঘণ্টা, আগস্ট ১৮, ২০২৪
এমআইএইচ/আরএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।