ঢাকা, শনিবার, ৮ অগ্রহায়ণ ১৪৩১, ২৩ নভেম্বর ২০২৪, ২১ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

এক দিনে ৬৮৫৭ পরিবারের মধ্যে ত্রাণ দিয়েছে বিজিবি

স্টাফ করেসপন্ডেন্ট  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৯১৩ ঘণ্টা, আগস্ট ২৮, ২০২৪
এক দিনে ৬৮৫৭ পরিবারের মধ্যে ত্রাণ দিয়েছে বিজিবি

ঢাকা: বন্যাদুর্গত নোয়াখালী, ফেনী, দাগনভূঁঞা, কুমিল্লায় ছয় হাজার ৮৫৭টি পরিবারকে ত্রাণ এবং দুই হাজার ৩৭২ জনকে চিকিৎসাসেবা ও ওষুধ দিয়েছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।

মঙ্গলবার (২৭ আগস্ট) একদিনেই বন্যাদুর্গত এসব এলাকায় ত্রাণ সামগ্রী এবং চিকিৎসাসেবা ও ওষুধ বিতরণ করা হয়।

বিজিবি সদরদপ্তরের জনসংযোগ কর্মকর্তা (পিআরও) মো. শরীফুল ইসলাম বাংলানিউজকে বিষয়টি জানিয়েছেন।  

তিনি জানান, বিজিবির ফেনী ব্যাটালিয়নের (৪ বিজিবি) উদ্যোগে ফেনী সদর উপজেলার স্টারলাইন স্কুল, দক্ষিণ গোবিন্দপুর, ফাজিলপুর, রাতানিয়া মটুবি ও কচুয়া এলাকায় ১ হাজার ৯৬০টি; সোনাগাজী উপজেলার বিষ্ণুপুর ও চর লক্ষীপুর এলাকায় ১ হাজার টি; দাগনভূঁঞা উপজেলার জয়লস্করা, উত্তর আলিপুর ও জগতপুর এলাকায় ৮৬৪টি; ছাগলনাইয়া উপজেলার রাধানগর ও দৌলতপুর এলাকার ৫৩৩টি; ফুলগাজী উপজেলার দক্ষিণ ধর্মপুর ও আমজাদহাট এলাকায় ১১৫টি এবং পরশুরাম উপজেলার বাউরপাথর এলাকার ৬৮৫টি পরিবারের মধ্যে ত্রাণ সামগ্রী বিতরণ করা হয়।  

মঙ্গলবার সকালে ঢাকা থেকে বিজিবির হেলিকপ্টারে ফেনীর ছাগলনাইয়ার যশপুরে পাঠানো ৫০০ প্যাকেট  ত্রাণ বন্যাদুর্গত মির্জা বাজার প্রাইমারি স্কুল ও পৌর মার্কেট এলাকা এবং উত্তর ও দক্ষিণ সতর এলাকার বিভিন্ন আশ্রয়কেন্দ্রে বন্যার্তদের মাঝে বিতরণ করা হয়।

অন্যদিকে, বিজিবির কুমিল্লা ব্যাটালিয়নের (১০ বিজিবি) উদ্যোগে ফেনী সদর উপজেলার বন্যাদুর্গত গীতাবাড়ি এলাকায় ৫০০টি এবং ফুলগাজী উপজেলার নোয়াপুর এলাকায় ৭০০টিসহ মোট ১ হাজার ২০০টি পরিবারের মাঝে ত্রাণসামগ্রী বিতরণ করা হয়।  

এ ছাড়া বিজিবি কর্তৃক পরিচালিত মেডিকেল ক্যাম্পেইনের মাধ্যমে কুমিল্লার বুড়িচং ভরাসার বহুমুখী উচ্চ বিদ্যালয়ে বন্যাদুর্গত এলাকার ৭০০ জন; ফেনী সদর হাসপাতালে বন্যাদুর্গত এলাকার ৯৫৭ জন; মৌলভীবাজার কমলগঞ্জের পদ্মা মেমোরিয়াল পাবলিক উচ্চ বিদ্যালয়ে ৫১৮ এবং খাগড়াছড়ির দীঘিনালা উপজেলার বাবুছড়া ও নোয়াপাড়া এলাকার ১৯৭ জন জনসহ মোট দুই হাজার ৩৭২ জনকে বিনামূল্যে চিকিৎসাসেবা ও ওষুধ দেওয়া হয়েছে।

এ পর্যন্ত বিজিবির উদ্যোগে বন্যাদুর্গত এলাকার ৩৪ হাজার ১৯৬টি পরিবারের মাঝে ত্রাণসামগ্রী বিতরণ এবং পাঁচ হাজার ১৬৬ জনকে বিনামূল্যে চিকিৎসাসেবা ও ওষুধ দেওয়া হয়েছে।

বাংলাদেশ সময়: ০৯১৩ ঘণ্টা, আগস্ট ২৭, ২০২৪
এজেডএস/এসজেএ/আরএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।