ঢাকা, মঙ্গলবার, ১৫ বৈশাখ ১৪৩২, ২৯ এপ্রিল ২০২৫, ০১ জিলকদ ১৪৪৬

জাতীয়

বড়াল নদীতে গোসলে নেমে স্রোতে ভেসে গেল যুবক

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯:৫৭, আগস্ট ২৮, ২০২৪
বড়াল নদীতে গোসলে নেমে স্রোতে ভেসে গেল যুবক প্রতীকী ছবি

সিরাজগঞ্জ: সিরাজগঞ্জের শাহজাদপুরে বড়াল নদীতে বন্ধুদের সঙ্গে গোসলে নেমে তীব্র স্রোতে ভেসে নিখোঁজ হয়েছে অজ্ঞাতপরিচয় এক যুবক।

বুধবার (২৮ আগস্ট) দুপুরের দিকে উপজেলার বাঘাবাড়ী সেতুর পশ্চিমে রাউতারা স্লুইচ গেট সংলগ্ন এলাকায় নিখোঁজ হন তিনি।

২০ বছর বয়সী ওই যুবকের পরিচয় জানা যায়নি।

বাঘাবাড়ি ফায়ার সার্ভিসের লিডার ফজলুর রহমান জানান, নৌকা নিয়ে রাউতারা স্লুইচ গেট এলাকায় বনভোজনে এসেছেন কয়েক যুবক। দুপুরের দিকে কয়েকজন গোসল করতে নদীতে নামেন। এ সময় তীব্র স্রোতে এক যুবক ভেসে নিখোঁজ হয়ে যান এক যুবক। খবর পেয়ে ঘটনাস্থলে যাই। রাজশাহী ফায়ার সার্ভিসের ডুবুরি দলকে খবর দেওয়া হয়েছে।  

বাংলাদেশ সময়: ১৯৫৫ ঘণ্টা, আগস্ট ২৮, ২০২৪
এসআরএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।