ঢাকা, শনিবার, ৮ অগ্রহায়ণ ১৪৩১, ২৩ নভেম্বর ২০২৪, ২১ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

ফরিদপুর-২ আসনের সাবেক সংসদ সদস্য লাবুসহ ১১৪ জনের নামে হত্যা মামলা

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০০৩ ঘণ্টা, সেপ্টেম্বর ৪, ২০২৪
ফরিদপুর-২ আসনের সাবেক সংসদ সদস্য লাবুসহ ১১৪ জনের নামে হত্যা মামলা

ফরিদপুর: ফরিদপুর-২ (সালথা-নগরকান্দা) আসনের সাবেক সংসদ সদস্য শাহদাব আকবর লাবু চৌধুরীসহ ১১৪ জনের নাম উল্লেখ করে একটি হত্যা মামলা দায়ের করা হয়েছে। এ মামলায় আওয়ামী লীগের সভাপতি ও সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকেও আসামি করা হয়েছে।

মামলায় লাবু চৌধুরীকে ৮ নম্বর আসামি করা হয়েছে। মামলায় অজ্ঞাতনামা আরও ২০০-৩০০ জনকে আসামি করা হয়েছে।  

বুধবার (৪ সেপ্টেম্বর) সন্ধ্যায় ঢাকার বাড্ডা থানা সূত্রে এ মামলার বিষয়টি জানা গেছে।  

এর আগে ঢাকা মহানগরের চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট কোর্ট নম্বর ১০-এর বিচারক মো. মোশাররফ হোসেনের নির্দেশে গত ১ সেপ্টেম্বর বাড্ডা থানায় মামলাটি দায়ের করা হয়। যার মামলা নম্বর: P- ০৩/২৪ (বাড্ডা)।

মামলার বাদী ফরিদপুর জেলার সালথা উপজেলার খলিশাডুবী এলাকার মৃত ইনসুর মাতুব্বরের ছেলে হাসিবুল হাসান লাবলু।

গত ০৫ আগস্ট ঢাকার মধ্য বাড্ডার ব্রাক বিশ্ববিদ্যালয়ের সামনে বৈষম্যবিরোধী ছাত্র-জনতার আন্দোলনের সময় মো. সিরাজুল বেপারী নামে এক তরুণ গুলিবিদ্ধ হয়ে নিহত হওয়ার ঘটনায় এ হত্যা মামলাটি দায়ের করা হয়। নিহত হওয়া সিরাজুল বেপারীর গ্রামের বাড়ি ফরিদপুর সদরের তাইজুদ্দীন মুন্সির ডাঙ্গী গ্রামে। তিনি ওই গ্রামের শফিকুল ইসলামের ছেলে। মামলার বাদী হাসিবুল হাসান লাবলু নিহতের খালাতো ভাই বলে জানা গেছে।  

বাংলাদেশ সময়: ১৯৫৫ ঘণ্টা, সেপ্টেম্বর ০৪, ২০২৪
এসআরএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।