ঢাকা, বুধবার, ১১ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ নভেম্বর ২০২৪, ২৫ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

গোবিন্দগঞ্জে বিকল ট্রাকে ধাক্কা, অন্যটির চালক নিহত  

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪৫১ ঘণ্টা, সেপ্টেম্বর ৫, ২০২৪
গোবিন্দগঞ্জে বিকল ট্রাকে ধাক্কা, অন্যটির চালক নিহত  

গাইবান্ধা: গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলায় বালু বোঝাই বিকল ট্রাকের পেছনে পাথর বোঝাই একটি ট্রাক ধাক্কা দেওয়ায় বালুর ট্রাকটির চালক সজীব মিয়া (২৫) নিহত হয়েছেন। এতে একই ট্রাকের হেলপার শাহাদত মিয়া (২৫)।


 
বৃহস্পতিবার (৫ সেপ্টেম্বর) সকালে ঢাকা-রংপুর মহাসড়কে উপজেলার কোমপরপুর বাজার এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
 
নিহত ট্রাকচালক সজীব মিয়া জেলার সাদুল্লাপুর উপজেলার দৌলতপুর গ্রামের মৃত রায়হান মিয়ার ছেলে। আহত শাহাদত মিয়াকে পলাশবাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। তিনি বগুড়া সদরের ফুলবাড়ীর বাসিন্দা।

গোবিন্দগঞ্জ হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শরিফুল ইসলাম জানান, কোমরপুর বাজার এলাকায় মহাসড়কের পাশে বগুড়াগামী বালু বোঝাই একটি ট্রাক বিকল হয়ে দাঁড়িয়ে ছিল। সকাল সাড়ে ৬টার দিকে একই দিকে যাওয়ার সময় পাথর বোঝাই অপর একটি ট্রাক বিকল ট্রাকের পেছনে ধাক্কা দিলে বালু বোঝাই ট্রাকটির সামনের অংশ দুমড়ে মুচড়ে যায়। এতে বালু বোঝাই ট্রাকের চালক তার সিটের সঙ্গে আটকা পড়ে ঘটনাস্থলেই মারা যান। এসময় আহত হন তার হেলপারও।

খবর পেয়ে গোবিন্দগঞ্জ ও পলাশবাড়ী ফায়ার সার্ভিসের সহযোগিতায় ট্রাক থেকে চালকের মরদেহ উদ্ধার করা হয়। আইনগত প্রক্রিয়া শেষে পরে পরিবারের কাছে মরদেহ হস্তান্তর করা হয়েছে বলেও জানান ওসি।
 
বাংলাদেশ সময়: ১৪৪৯ ঘণ্টা, সেপ্টেম্বর ০৫, ২০২৪
এসআই
 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।