ঢাকা, শনিবার, ৮ অগ্রহায়ণ ১৪৩১, ২৩ নভেম্বর ২০২৪, ২১ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

নীলফামারীর নতুন ডিসি শরীফা হক

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০৪৩ ঘণ্টা, সেপ্টেম্বর ১০, ২০২৪
নীলফামারীর নতুন ডিসি শরীফা হক শরীফা হক

নীলফামারী: নীলফামারীর নতুন জেলা প্রশাসক (ডিসি) শরীফা হক। সাবেক ডিসি পঙ্কজ ঘোষের স্থলাভিষিক্ত হবেন তিনি।

 

নীলফামারীসহ ৩৪ জেলায় নতুন ডিসি নিয়োগ দিয়েছে অন্তর্বর্তীকালীন সরকার।  

মঙ্গলবার (১০ সেপ্টেম্বর) জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে ৩৪ জেলায় ডিসি নিয়োগ সংক্রান্ত একটি প্রজ্ঞাপন জারি করা হয়েছে।  

নীলফামারীতে সেতু বিভাগের উপসচিব শরীফা হক কে জেলা প্রশাসক করা হয়েছে।  

জনপ্রশাসন মন্ত্রণালয়ের উপসচিব মোহাম্মদ ইব্রাহিম স্বাক্ষরিত পত্রে এই তথ্য মিলেছে।  

ছাত্র-জনতার আন্দোলনের মুখে শেখ হাসিনা সরকারের পতনের পর মাঠ প্রশাসনকে নতুন করে ঢেলে সাজানোর উদ্যোগ নেয় অন্তর্বর্তীকালীন সরকার। দায়িত্ব নেওয়ার পরই জনপ্রশাসনে বড় পরিবর্তনে হাত দেন সরকার।  

বাংলাদেশ সময়: ২০৪০ ঘণ্টা, সেপ্টেম্বর ১০, ২০২৪
এসআরএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।