ঢাকা, শনিবার, ৮ অগ্রহায়ণ ১৪৩১, ২৩ নভেম্বর ২০২৪, ২১ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

‘শহীদ রফিক সেতুর’ টোল বন্ধের দাবিতে বিক্ষোভ, টোলবক্সে আগুন

করেসপন্ডেন্ট, সাভার (ঢাকা) | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪৩০ ঘণ্টা, সেপ্টেম্বর ১২, ২০২৪
‘শহীদ রফিক সেতুর’ টোল বন্ধের দাবিতে বিক্ষোভ, টোলবক্সে আগুন

সাভার: হেমায়েতপুর-সিংগাইর-মানিকগঞ্জ আঞ্চলিক সড়কে ধলেশ্বরী নদীর ওপর নির্মিত ‘শহীদ রফিক সেতুর’ টোল আদায় বন্ধে বিক্ষোভ করেছে সিংগাইরের বৈষম্যবিরোধী ছাত্র-জনতা। তারা টোল বক্স ভেঙে আগুন ধরিয়ে দেয়।

এসময় সড়কটি দিয়ে যান চলাচল বন্ধ হয়ে যায়।

বৃহস্পতিবার (১২ সেপ্টেম্বর)  সকাল ১১টার দিকে বিক্ষোভ কর্মসূচি পালিত হয়। এসময় বিক্ষোভে যোগ দেয় ইসলামী ছাত্র আন্দোলন ,পরিবহনের ড্রাইভার, হেল্পার ও মানিকগঞ্জ সিংগাইরের সাধারণ জনগণ।

স্থানীয়রা জানান, ২০০০ সালে মানিকগঞ্জের সিংগাইর ও ঢাকার সাভারের সংযোগস্থল ধলেশ্বরী নদীর ওপর নির্মিত ৩০৭ মিটার দীর্ঘ ভাষা শহীদ রফিক সেতু চালু হয়। মাঝে কিছু সময় টোল আদায় বন্ধ থাকলেও বিগত সরকারের নেতা ও আমলাদের সহযোগিতায় টোল আদায় চলতে থাকে। আওয়ামী লীগ সরকার পদত্যাগের পরও আত্মগোপনে থেকেও টোল নেওয়া হচ্ছে। তাই সবাই এক হয়ে বন্ধ করার জন্য বিক্ষোভ কর্মসূচি পালন করা হচ্ছে।  

বিক্ষোভ কর্মসূচির সমন্বয়কের দায়িত্বে থাকা শিক্ষার্থী মো. আবু সায়েম বাংলানিউজকে বলেন, আমরা স্বৈরাচার সরকারের পদত্যাগে বাধ্য করাতে পারলেও এখনও তার ছায়া আশপাশে ছড়িয়ে আছে। তাদের চিহ্নিত করে ব্যবস্থা নেওয়া হবে। তাদেরকে যারা সহযোগিতা করছে তাদেরকে ছাড় দেওয়া হবে না। আজকে থেকে ২৪ বছরের অবৈধ টোল আদায় বন্ধ করা হলো। যদি আবার নেওয়ার চেষ্টা করে তাহলে কাল থেকে কঠোর কর্মসূচি দেওয়া হবে।

তিনি আরও বলেন, টোল মওকুফ বিক্ষোভ কর্মসূচিতে সিংগাইর, মানিকগঞ্জের সাধারণ মানুষের প্রাণের দাবি। এই সেতুর টোল মওকুফ করে দেওয়া হোক। তাই কর্তৃপক্ষের কাছে ভাষা শহীদ রফিক সেতুর টোল আদায় অনতিবিলম্বে মওকুফ ঘোষণা করার অনুরোধ জানিয়েছেন সাধারণ জনতা।

বাংলাদেশ সময়: ১৪২৭ ঘণ্টা, সেপ্টেম্বর ১২, ২০২৪
এসএএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।