ঢাকা, শনিবার, ৮ অগ্রহায়ণ ১৪৩১, ২৩ নভেম্বর ২০২৪, ২১ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

নেওয়া নয়, ফুল দেওয়ার সংস্কৃতি চালু করলেন বরিশালের নতুন ডিসি

স্টাফ করেসপন্ডেন্ট  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪৫০ ঘণ্টা, সেপ্টেম্বর ১৮, ২০২৪
নেওয়া নয়, ফুল দেওয়ার সংস্কৃতি চালু করলেন বরিশালের নতুন ডিসি

বরিশাল: নেওয়া নয়, ফুল দেওয়ার সংস্কৃতি চালু করলেন বরিশালের নবাগত জেলা প্রশাসক (ডিসি) মোহাম্মদ দেলোয়ার হোসেন।

মঙ্গলবার (১৭ সেপ্টেম্বর) বিকেলে জেলা প্রশাসন বরিশালের আয়োজনে জেলা প্রশাসক কার্যালয়ের সভা কক্ষে বরিশালে সদ্য যোগদানকৃত জেলা প্রশাসক মোহাম্মদ দেলোয়ার হোসেনের সাথে বরিশাল জেলার সুধীজনদের মতবিনিময় সভায় নবাগত জেলা প্রশাসক উপস্থিত সুধীজনদের ফুল দিয়ে বরণ করেন।



জেলা প্রশাসক বরিশাল মোহাম্মদ দেলোয়ার হোসেনের সভাপতিত্বে সভায় উপস্থিত ছিলেন উপপরিচালক স্থানীয় সরকার বরিশাল গৌতম বাড়ৈ, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) বরিশাল মনদীপ ঘরাইসহ সর্বস্তরের সুধীজন।  শুরুতে সুধীজনদের সাথে পরিচয়পর্ব অনুষ্ঠিত হয়। পরে উন্মুক্ত আলোচনা শেষে জেলা প্রশাসক বরিশাল মোহাম্মদ দেলোয়ার হোসেন বিস্তারিত আলোচনা করেন।  

নবাগত জেলা প্রশাসক বরিশাল ১২ সেপ্টেম্বর বরিশাল জেলার দায়িত্ব গ্রহণ করেন।   তিনি বরিশালে যোগদানের পর থেকে বরিশালের উন্নয়নে বিভিন্ন পদক্ষেপ নিয়েছেন। তিনি ইতোমধ্যে প্লাস্টিকের ব্যবহার বন্ধে তার নিজ দপ্তরে প্লাস্টিক বোতলের পরিবর্তে গ্লাস ব্যবহারের কার্যকরী পদক্ষেপ নেন। পাশাপাশি সবাইকে প্লাস্টিক ও প্লাস্টিকজাত বস্তু ব্যবহার থেকে বিরত থাকার আহ্বান জানান।  

তিনি সাধারণ মানুষের জন্য কাজ করার ব্রত নিয়ে বরিশালে যোগদান করেছেন। তাই তিনি ফুল নেওয়া নয়, দেওয়ায় সংস্কৃতি চালু করেছেন। তাকে স্বাগত জানাতে আসা শুভাকাঙ্ক্ষীদের নিজেই ফুল দিয়ে বরণ করেন।  

সাংবাদিকদের সাথে মতবিনিময়কালে জেলা প্রশাসক বলেন, আমি ব্যক্তি স্বার্থে নয়, জনগণের স্বার্থে কাজ করতে চাই। আমি দিতে এসেছি, আর নেওয়ার দায়িত্ব বরিশালবাসীর। এই যাত্রা ফুল দিয়ে সকলকে বরণের মধ্য দিয়ে শুরু হলো।

তিনি বলেন, আমি যতদিন আছি বরিশালে জনগণের স্বার্থ ছাড়া ব্যক্তি স্বার্থের কোনো প্রকল্প বাস্তবায়ন করতে দেওয়া হবে না। আর গুণগত মান নিশ্চিত করে যথা সময়ে প্রকল্প শেষও করতে হবে। আমি চাই প্রকল্পের বিষয় জনগণ থেকে শুরু করে সবাই অবগত থাকবে, তাই প্রকল্প স্থলে পুরো কার্যক্রম সাইনবোর্ডে টানিয়ে দেওয়া হবে। ছাত্র আন্দোলনের চেতনাকে ধারণ করে নতুন দেশ গড়ার প্রত্যয়ে যাত্রা শুরু করেছি। আমরা শহীদদের রক্ত বৃথা যেতে দেব না।  

সচেতন নাগরিক কমিটি বরিশালের সাবেক সভাপতি অধ্যাপক শাহ সাজেদা বলেন, জেলা প্রশাসক একটি ভালো উদ্যোগ নিয়েছেন। তাকে কেউ ফুল দেবেন না বরং তিনি সবাইকে ফুল দিয়ে বরণ করে নেবেন।  
তিনি সেবার ব্রত নিয়ে এসেছেন এবং বরিশালবাসীর জন্য কাজ করবেন বলে ঘোষণা দিয়েছেন।  

আজকে সুধী সমাজের সঙ্গে মতবিনিময়েও তিনি নিজে সবাইকে ফুল দিয়ে বরণ করে নেন।  

বাংলাদেশ সময়: ১৪৪৮ ঘণ্টা, সেপ্টেম্বর ১৮, ২০২৪
এমএস/এএটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।