ঢাকা, শনিবার, ৮ অগ্রহায়ণ ১৪৩১, ২৩ নভেম্বর ২০২৪, ২১ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

কুমিল্লায় অস্ত্রসহ যুবলীগ নেতা গ্রেপ্তার

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬৪২ ঘণ্টা, অক্টোবর ৪, ২০২৪
কুমিল্লায় অস্ত্রসহ যুবলীগ নেতা গ্রেপ্তার

কুমিল্লা: কুমিল্লার বুড়িচং উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান আখলাক হায়দারের ভাগিনা ও যুবলীগ নেতা মোতাব্বের হোসেন জনিকে অবৈধ অস্ত্রসহ গ্রেপ্তার করেছে যৌথ বাহিনী।  

বৃহস্পতিবার (৩ অক্টোবর) রাতে বুড়িচংয়ের ময়নামতি ইউনিয়ন সুন্দুরিয়াপাড়া থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

 

এসময় তার কাছ থেকে একটি বিদেশি এয়ারগান, ১৪টি দেশীয় তলোয়ার, একটি লোহার তৈরি চাকতি, তিনটি চাকু, পাঁচটি স্টিক ও নগদ চার লাখ ৫০ হাজার টাকা জব্দ করা হয়েছে। পরে উদ্ধারকৃত অস্ত্রসহ তাকে বুড়িচং থানায় হস্তান্তর করা হয়।

বুড়িচং থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আজিজুল হক বিষয়টি নিশ্চিত করেছেন।

জনি বৈষম্যবিরোধী আন্দোলনে ছাত্র-জনতার ওপর গুলি চালান। তিনি বুড়িচং উপজেলা যুবলীগ নেতা ছিলেন বলে জানা গেছে।

বুড়িচং থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আজিজুল হক আরও বলেন, জনির বিরুদ্ধে আগেও একটি মামলা রয়েছে। এছাড়া নতুন করে অস্ত্র আইনে মামলা দায়ের করে তাকে আদালতে পাঠানো হবে। অবৈধ অস্ত্র উদ্ধার ও সন্ত্রাসীদেরকে আটক না করা পর্যন্ত যৌথ বাহিনীর এ অভিযান অব্যাহত থাকবে।

বাংলাদেশ সময়: ১৬৪২ ঘণ্টা, অক্টোবর ৪, ২০২৪
এসএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।