ঢাকা, সোমবার, ৫ মাঘ ১৪৩১, ২০ জানুয়ারি ২০২৫, ১৯ রজব ১৪৪৬

জাতীয়

নাটোরে জমি নিয়ে দ্বন্দ্ব: ফুপাতো ভাইকে কুপিয়ে হত্যা

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫১২ ঘণ্টা, অক্টোবর ১৩, ২০২৪
নাটোরে জমি নিয়ে দ্বন্দ্ব: ফুপাতো ভাইকে কুপিয়ে হত্যা

নাটোর: নাটোরের বড়াইগ্রামে জমি নিয়ে দ্বন্দ্বের জেরে মোঃ তোরাব আলী খান (৫৮) নামে এক ব্যক্তিকে কুপিয়ে হত্যার অভিযোগ উঠেছে মামাতো ভাই মো. সুলতান আহমেদ রানার (৪৫) বিরুদ্ধে।

এসময় উভয়পক্ষের সংঘর্ষে রানাসহ পাঁচ-ছয়জন আহত হয়েছেন।

রোববার (১৩ অক্টোবর) সকাল সাড়ে ১০টার দিকে উপজেলার নোটাবাড়িয়া ওয়ারিসপুর গ্রামে এ ঘটনা ঘটে। নিহত তোরাবের বাড়ি একই গ্রামে। রানা একই এলাকার মৃত সামাদ আলীর ছেলে।  

বড়াইগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সিরাজুল ইসলাম বিষয়টি নিশ্চিত করে বাংলানিউজকে জানান, তোরাব ও রানা আপন মামাতো-ফুপাতো ভাই। বাড়ির পাশের একটি পুকুরপাড়ের জমি নিয়ে দীর্ঘদিন ধরে তাদের মধ্যে বিরোধ ছিল। রোববার সকাল সাড়ে ১০টার দিকে ওই পুকুরপাড়ের কাছে কলা বাগানে জমে থাকা পানি নিষ্কাশনের জন্য নালা কাটছিলেন তোরাব। এসময় রানা বাধা দিলে তাদের মধ্যে ঝগড়া বেধে যায়। একপর্যায়ে রানা ধারালো অস্ত্র দিয়ে আঘাত করলে তোরাব গুরুতরে আহত হন। এ অবস্থায় স্থানীয় লোকজন তোরাবকে উদ্ধার করে হাসপাতালে নেওয়ার পথে তিনি মারা যান। এ খবর ছড়িয়ে পড়লে উভয়পক্ষের লোকজন লাঠি-সোঁটা ও ধারালো অস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়েন। এতে রানাসহ উভয়পক্ষের অন্তত পাঁচ/ছয়জন আহত হন। আহতদের প্রথমে বড়াইগ্রাম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। পরে সেখান থেকে রানাকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়।
 
ওসি বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠিয়ে পরিস্থিতি শান্ত করা হয়েছে। মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নাটোর সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। এ ব্যাপারে মামলার প্রস্তুতি চলছে। পাশাপাশি হত্যাকাণ্ডে জড়িতদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।

বাংলাদেশ সময়: ১৫০০ ঘণ্টা, অক্টোবর ১৩, ২০২৪
এসআই
 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।