ঢাকা, বুধবার, ৩০ আশ্বিন ১৪৩১, ১৬ অক্টোবর ২০২৪, ১২ রবিউস সানি ১৪৪৬

জাতীয়

হত্যা মামলা: ঝিনাইদহে ২ জনের যাবজ্জীবন

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১৫৩ ঘণ্টা, অক্টোবর ১৫, ২০২৪
হত্যা মামলা: ঝিনাইদহে ২ জনের যাবজ্জীবন প্রতীকী ছবি

ঝিনাইদহ: ঝিনাইদহের কোটচাঁদপুর উপজেলার স্কুলশিক্ষক জোনাব আলী হত্যা মামলার রায়ে তরিকুল ইসলাম ও মনিরুদ্দীন নামে দুই আসামিকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত।  

মঙ্গলবার (১৫ অক্টোবর) বিকেলে ঝিনাইদহ অতিরিক্ত দায়রা জজ দ্বিতীয় আদালতের বিচারক মুহাম্মাদ জাকারীয়া এ রায় ঘোষণা দেন।

 

মামলার বিবরণে জানা গেছে, ২০১৪ সালের ২৮ ডিসেম্বর রাতে ওই  উপজেলার শেরখালী বাজারের একটি চায়ের দোকানে বসে থাকাবস্থায় বহরমপুর প্রাথমিক বিদ্যালয়ের সাবেক শিক্ষক জোনাব আলীকে গুলি করে হত্যা করে। এ সময় বাজারের মানুষ তাদের ধাওয়া করলে দুর্বৃত্তরা দুটি বোমার বিস্ফোরণ ঘটিয়ে পালিয়ে যায়। সে সময় দুর্বৃত্তরা যশোর হ-১৩-৪৬৯০ নম্বরের একটি বাজাজ প্লাটিনাম মোটরসাইকেল ফেলে রেখে যায়। এ ঘটনায় নিহত ব্যক্তির পরিবার কোটচাঁদপুর থানায় একটি মামলা দায়ের করেন। পুলিশ তদন্ত শেষে ১৪ জনের বিরুদ্ধে চার্জশিট দেয়। এর মধ্যে রানা নামে এক আসামি পুলিশের সঙ্গে বন্দুক যুদ্ধে নিহত হন।  

আদালত ২৩ জনের সাক্ষ্য প্রমাণ শেষে মঙ্গলবার বিকেলে কুশনা গ্রামের তরিকুল ও গুড়পাড়া গ্রামের সাবেক চরমপন্থি নেতা মনিরুদ্দীনকে যাবজ্জীবন কারাদণ্ড এবং অভিযোগ প্রমাণিত না হওয়ায় ১১ জনকে বেকসুর খালাস দেন। রাষ্ট্রপক্ষে সরকারি কৌঁসুলি (পিপি) অ্যাডভোকেট ইসমাইল হোসেন ও আসামিপক্ষে অ্যাডভোকেট আজিজুর রহমান মামলাটি পরিচালনা করেন।

বাংলাদেশ সময়: ২১৫০ ঘণ্টা, অক্টোবর ১৫, ২০২৪
এসআরএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।