ঢাকা, বুধবার, ১২ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ নভেম্বর ২০২৪, ২৫ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

‘দানা’র প্রভাবে মাদারীপুরে গুঁড়ি গুঁড়ি বৃষ্টি

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫৪২ ঘণ্টা, অক্টোবর ২৪, ২০২৪
‘দানা’র প্রভাবে মাদারীপুরে গুঁড়ি গুঁড়ি বৃষ্টি

মাদারীপুর: ঘূর্ণিঝড় ‘দানা’র প্রভাবে সকাল থেকেই মাদারীপুরে গুঁড়ি গুঁড়ি বৃষ্টি হচ্ছে।  

বৃহস্পতিবার (২৪ অক্টোবর) দুপুর ১২টা থেকে আকাশের মেঘের প্রভাব বেশি দেখা যাচ্ছে।

একই সঙ্গে বৃষ্টির মাত্রাও বাড়ছে এবং হালকা ঝড়ো বাতাস বইছে।

জানা গেছে, বঙ্গোপসাগরে সৃষ্ট ঘূর্ণিঝড় দানা ক্রমেই উপকূলের দিকে ধেয়ে আসছে। দানার প্রভাবে মাদারীপুর জেলায় বৃহস্পতিবার দুপুর থেকে বৃষ্টি শুরু হয়েছে। আকাশ ছেয়ে আছে ভারী মেঘে। দুপুর ১২টা আকাশ মেঘাচ্ছন্ন থাকা এবং বৃষ্টির কারণে জেলার বাজার-ঘাটে সাধারণ মানুষের আনাগোনা কমে এসেছে।  

এদিকে বৃহস্পতিবার থেকে জেলার বিভিন্ন মাধ্যমিক বিদ্যালয়ে দশম শ্রেণির নির্বাচনী পরীক্ষা শুরু হয়েছে। বৃষ্টিতে বিদ্যালয়ে আসতে বিপাকে পড়েছে শিক্ষার্থীরা।

জেলার শিবচরের উৎরাইল উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থীরা জানান, দুপুর ১টার দিকে নির্বাচনী পরীক্ষা শুরু হবে। বৃষ্টির মধ্যে স্কুলে আসতে গিয়ে অনেকেই ভিজে গেছে। বৃষ্টির সঙ্গে আকাশ মেঘে ঢাকা থাকায় অন্ধকারাচ্ছন্ন বিরাজ করছে।

মাদারীপুর আবহাওয়া অফিস সূত্রে জানা গেছে, দানার সরাসরি প্রভাবের তালিকায় মাদারীপুর জেলা নেই। তবে খুলনা, বরিশালে ঝড়ের আওতাভুক্ত থাকায় মাদারীপুরেও এর প্রভাব কিছুটা পড়বে বলে ধারণা করা হচ্ছে। তবে জেলার জন্য কোনো আলাদা সতর্কবার্তা নেই।

মাদারীপুর আবহাওয়া অফিসের কর্মকর্তা আব্দুর রহিম মিয়া বলেন, বরিশালে ঝড়ের প্রভাব সরাসরি পড়লে মাদারীপুরেও কিছুটা প্রভাব দেখা যাবে। সকাল থেকেই আকাশে মেঘ জমছে। দুপুর ১২টা থেকে আকাশ আরও মেঘাচ্ছন্ন হয়ে আছে। বৃষ্টিও শুরু হয়েছে।

বাংলাদেশ সময়: ১৫৪০ ঘণ্টা, অক্টোবর ২৪, ২০২৪
এসআরএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।