ঢাকা, শনিবার, ৮ অগ্রহায়ণ ১৪৩১, ২৩ নভেম্বর ২০২৪, ২১ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

নিষেধাজ্ঞা না মেনে ইলিশ ধরায় ৯ জেলের কারাদণ্ড

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১৪৯ ঘণ্টা, অক্টোবর ২৪, ২০২৪
নিষেধাজ্ঞা না মেনে ইলিশ ধরায় ৯ জেলের কারাদণ্ড

চাঁদপুর: প্রজনন রক্ষায় চাঁদপুরের পদ্মা-মেঘনা নদীর অভয়াশ্রম এলাকায় সরকারি নিষেধাজ্ঞা অমান্য করে ইলিশ ধরায় আটক ১৪ জেলের মধ্যে নয়জনকে কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। আর বাকি পাঁচ জেলে অপ্রাপ্ত বয়স্ক হওয়ায় মুচলেকা রেখে ছেড়ে দেওয়া হয়েছে।

 

বৃহস্পতিবার (২৪ অক্টোবর) রাত ৮টার দিকে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন জেলা প্রশাসক কার্যালয়ের সহকারী কমিশনার ও এক্সিকিউটি ম্যাজিস্ট্রেট মো. আসাদুজ্জামান সরকার।  

এ সব তথ্য গণমাধ্যমকে নিশ্চিত করেন চাঁদপুর সদর উপজেলা সহকারী মৎস্য কর্মকর্তা মো. মিজানুর রহমান।

তিনি বলেন, বৃহস্পতিবার সকাল ৮টা থেকে রাত ৮টা পর্যন্ত মেঘনা নদীর অভয়াশ্রম এলাকায় জেলা ও উপজেলা টাস্কফোর্স অভিযান পরিচালনা করে ১৪ জন জেলেকে আটক করেন। এর মধ্যে পাঁচ জেলের সাতদিনের এবং চার জেলের ১০ দিনের সশ্রম কারাদণ্ড দেওয়া হয়। এছাড়া বাকি পাঁচজন জেলে অপ্রাপ্ত বয়স্ক হওয়ায় তাদের মুচলেকা রেখে অভিভাবকের জিম্মায় ছেড়ে দেওয়া হয়েছে।  

এছাড়াও অভিযানের জেলেদের হেফাজতে থাকা ইঞ্জিনচালিত তিনটি মাছ ধরার নৌকা, ৩৫ হাজার মিটার অবৈধ কারেন্টজাল ও ৩৩ কেজি মা ইলিশ মাছ জব্দ করা হয়। জব্দকৃত জাল কোস্টগার্ড চাঁদপুর স্টেশনে আগুনে পুড়িয়ে ধ্বংস এবং নৌকাগুলো কোস্টগার্ড হেফাজতে রয়েছে। আর জব্দকৃত ইলিশ স্থানীয় বিভিন্ন এতিমখানায় বিতরণ করা হয়েছে।

বাংলাদেশ সময়: ২১৪৭ ঘণ্টা, অক্টোবর ২৪, ২০২৪
এসআরএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।