বরিশাল: উচ্চ বেতনে চাকরির প্রলোভন দেখিয়ে ২৩ বককে সৌদি আরবে পাচারের অভিযোগে একটি রিক্রুটিং এজেন্সির পরিচালকসহ তিনজনের বিরুদ্ধে বরিশালের আদালতে মামলা হয়েছে।
সোমবার (২৮ অক্টোবর) বরিশাল মানব পাচার ট্রাইব্যুনালে মামলা করেন ভুক্তভোগী এক যুবকের বাবা।
মামলার বাদী মেহেন্দিগঞ্জ উপজেলার দড়ির চর খাজুরিয়া এলাকার বাসিন্দা এরশাদ হাওলাদার।
মামলার আসামিরা হলেন- সৌদি প্রবাসী ও ঢাকার পুরানা পল্টন এলাকার রিক্রুটিং এজেন্সি এসজে গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) আরাফ হোসেন সিফাত, মেহেন্দিগঞ্জ উপজেলার বদরপুর গ্রামের বাসিন্দা সামসুল হক হাওলাদারের ছেলে বাবুল হাওলাদার ও কুদ্দুস হাওলাদার।
মামলার বরাত দিয়ে বেঞ্চ সহকারী তুহিন মোল্লা জানান, বাদী এরশাদ হাওলাদারের ছেলে হাসানুজ্জামানসহ ২৩ যুবককে সৌদি আরবের সোলার প্যানেল তাজ আল নাওয়ার ট্রেডিং ইস্ট কোম্পানিতে মাসিক এক হাজার ৮০০ রিয়াল বেতনে চাকরির প্রলোভন দেখায় রিক্রুটিং এজেন্সি এসজে গ্রুপ সংশ্লিষ্টরা।
এতে সাড়া দিলে প্রত্যেকের কাছ থেকে সাড়ে চার লাখ করে মোট এক কোটি ৩ লাখ ৫০ হাজার টাকা নেন সিফাত ও তার সহযোগীরা। কিন্তু সৌদি নেওয়ার পর সোলার প্যানেল কোম্পানিতে চাকরি না দিয়ে একটি হজ প্রকল্পে মাত্র এক মান ১৫ দিন কাজ করায় ভুক্তভোগীদের। সেখানে তাদের মাত্র ৬১৫ রিয়াল বেতন দেওয়া হয়।
প্রকল্পের মেয়াদ শেষ হলে অবৈধ অভিবাসী হিসেবে ১২ জন সৌদি আরবের পুলিশের কাছে ধরা পড়ে। তাদের দেশে ফেরত পাঠানো হয়। বাকি ১১ জনের এখনো কোনো হদিস নেই। তাই তাদের সন্ধান পেতে মামলাটি করা হয়েছে।
বাংলাদেশ সময়: ২০৪৫ ঘণ্টা, অক্টোবর ২৮, ২০২৪
এমএস/এমজে