ঢাকা, মঙ্গলবার, ১১ অগ্রহায়ণ ১৪৩১, ২৬ নভেম্বর ২০২৪, ২৪ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

কারাগার থেকে জামিনে বেরিয়েই ফের আটক সাবেক এমপি রায়হান

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬৫০ ঘণ্টা, নভেম্বর ২৬, ২০২৪
কারাগার থেকে জামিনে বেরিয়েই ফের আটক সাবেক এমপি রায়হান

রাজশাহী: রাজশাহী কেন্দ্রীয় কারাগার থেকে জামিনে মুক্তি পাওয়ার পরই আটক হয়েছেন রাজশাহী-৬ (বাঘা-চারঘাট) আসনের সাবেক সংসদ সদস্য (এমপি) ও আওয়ামী লীগ নেতা রাহেনুল হক রায়হান।  

সোমবার (২৫ নভেম্বর) রাত সাড়ে ১০টার দিকে তিনি কারাগার থেকে মুক্তি পান।

এরপরই জেলা পুলিশের গোয়েন্দা শাখার (ডিবি) সদস্যরা তাকে আটক করেন।

রাজশাহী জেলা ডিবি পুলিশের পরিদর্শক রুহুল আমিন বলেন, রাহেনুল হককে আটকের জন্য চারঘাট থানা-পুলিশের রিকুইজিশন ছিল। সেই অনুযায়ী রাতে সাহেববাজার এলাকা থেকে তাকে আটক করা হয়েছে। তাকে মঙ্গলবার (২৬ নভেম্বর) চারঘাট থানায় হস্তান্তর করা হয়েছে।

এর আগে গত ২১ সেপ্টেম্বর রাজশাহীর চারঘাট বাজার থেকে আওয়ামী লীগের সাবেক এমপি রাহেনুল হককে আটক করে পুলিশ। এরপর গত ২০ আগস্ট চারঘাট থানায় দায়ের হওয়া একটি মামলায় তাকে গ্রেপ্তার দেখিয়ে কারাগারে পাঠানো হয়। সোমবার আদালত তার জামিন মঞ্জুর করেছিলেন বলে জানান রাহেনুল হকের স্ত্রী ও চারঘাট পৌরসভার সাবেক মেয়র নার্গিস খাতুন।

এদিকে সোমবার সন্ধ্যায় রাহেনুল হকের বের হওয়ার জন্য রাজশাহী কেন্দ্রীয় কারাগারের সামনে অপেক্ষায় ছিলেন তার ছেলে রেজাউন-উল হক তরঙ্গ (২৭)। তখন তাকে অপহরণ করে নিয়ে গিয়ে ৫০ হাজার টাকা মুক্তিপণ দাবি করা হয়। তবে স্থানীয় যুবদল-ছাত্রদলের মধ্যস্থতায় তরঙ্গকে পরে মুক্তি দেওয়া হয়।

বাংলাদেশ সময়: ১৬৪৮ ঘণ্টা, নভেম্বর ২৬, ২০২৪
এসএস/আরবি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।