ঢাকা, শনিবার, ৮ অগ্রহায়ণ ১৪৩১, ২৩ নভেম্বর ২০২৪, ২১ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

ছাত্র আন্দোলনে লাবলু হত্যা মামলায় ছাত্রলীগ নেতাসহ গ্রেপ্তার ২

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭১৫ ঘণ্টা, নভেম্বর ২, ২০২৪
ছাত্র আন্দোলনে লাবলু হত্যা মামলায় ছাত্রলীগ নেতাসহ গ্রেপ্তার ২

ঢাকা: বৈষম্যবিরোধী আন্দোলনে লাবলু মিয়া হত্যা মামলায় আওয়ামী লীগ কর্মী ও উত্তরা এক নম্বর ওয়ার্ড ছাত্রলীগের সভাপতিকে গ্রেপ্তার করেছে পুলিশ। গ্রেপ্তাররা হলেন, আওয়ামী লীগ কর্মী মো. হারেজ উদ্দিন (৪২) ও উত্তরা এক নম্বর ওয়ার্ড ছাত্রলীগ সভাপতি মাহিয়ানুল হক অর্চি (২৭)।



শুক্রবার (১ নভেম্বর) রাতে রাজধানীর উত্তরা ১১ নম্বর সেক্টর এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।

শনিবার (২ নভেম্বর) বিকেলে ডিএমপি মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপ-কমিশনার (ডিসি) মুহাম্মদ তালেবুর রহমান বিষয়টি নিশ্চিত করেন।

উত্তরা পশ্চিম থানা সূত্রের বরাত দিয়ে তিনি জানান, ভিকটিম লাবলু মিয়া হত্যার ঘটনায় ২২ আগস্ট উত্তরা পশ্চিম থানায় হত্যা মামলা হয়।

মামলার এজাহারে বলা হয়, ৫ আগস্ট উত্তরার বিভিন্ন সড়কসহ তিন নম্বর সেক্টরের রবীন্দ্র সরণি এলাকায় আন্দোলনকারী ছাত্র-জনতা অবস্থান করছিল। এ সময় তাদের ওপর অতর্কিত আক্রমণ ও গুলিবর্ষণ শুরু করে আওয়ামী লীগের বিভিন্ন অঙ্গ-সংগঠনের নেতাকর্মীরা। এ ঘটনায় ভিকটিম লাবলু মিয়া মাথায় গুলিবিদ্ধ হন। গুলিবিদ্ধ লাবলুকে উত্তরা ক্রিসেন্ট হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

তিনি জানান, তদন্তাধীন এই মামলায় গোয়েন্দা তথ্য ও ঘটনাস্থলের আশেপাশের সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ করে লাবলু মিয়া হত্যায় জড়িত হারেজ উদ্দিন ও মাহিয়ানুল হক অর্চিকে গ্রেপ্তার করা হয়। আসামিদের আদালতে পাঠানো হয়েছে।

লাবলু মিয়া হত্যা মামলায় জড়িত অন্যান্যদের গ্রেপ্তারে অভিযান চলছে বলে জানিয়েছেন তিনি।

বাংলাদেশ সময়: ১৭১৩ ঘণ্টা, নভেম্বর ০২, ২০২৪
এমএমআই/এএটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।