ঢাকা, শনিবার, ৮ অগ্রহায়ণ ১৪৩১, ২৩ নভেম্বর ২০২৪, ২১ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

রাজবাড়ীতে আগুনে পুড়ে ছাই পাঁচ দোকান

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪৫৪ ঘণ্টা, নভেম্বর ৩, ২০২৪
রাজবাড়ীতে আগুনে পুড়ে ছাই পাঁচ দোকান

রাজবাড়ী: রাজবাড়ীতে  অগ্নিকাণ্ডে পাঁচটি দোকান ও একটি বসতবাড়ি পুড়ে ছাই হয়ে গেছে। এতে অন্তত সাত লাখ টাকার ক্ষতি হয়েছে বলে জানিয়েছে ফায়ার সার্ভিস।

শনিবার (২ নভেম্বর) দিবাগত রাত আড়াইটার দিকে সদর উপজেলার বানীবহ বাজারে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।

রাজবাড়ী ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স স্টেশনের উপ সহকারী পরিচালক মো. জাকির হোসেন জানান, রাত আড়াইটার দিকে বানীবহ বাজারে আগুন লাগে। পৌনে ৩টায় খবর পেয়ে ৩টা ৫৫ মিনিটে তারা ঘটনাস্থলে পৌঁছে আগুন নিভানোর কাজ শুরু করেন। প্রায় দুই ঘণ্টা কাজ করার পর তারা আগুন পুরোপুরি নিভাতে সক্ষম হন। তবে ততক্ষণে রফিক মিয়ার কসমেটিকস ও জুতার দোকান, পরিমল দাসের কাঁচামালের দোকান, নির্মল দাসের মুদি দোকান, কানাইলাল দাসের কাঁচামালের দোকান, কমল দাসের মুদি দোকান ও শ্যামল দাসের টিনসেড বসতবাড়ি পুড়ে ছাই হয়ে যায়। এতে অন্তত সাত লাখ টাকার ক্ষতি হয়।

বৈদ্যুতিক শট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হতে পারে বলে ধারণা ফায়ার সার্ভিসের।

বাংলাদেশ সময়: ১৪৫৪ ঘণ্টা, নভেম্বর ০৩, ২০২৪
আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।