ঢাকা, রবিবার, ৫ মাঘ ১৪৩১, ১৯ জানুয়ারি ২০২৫, ১৮ রজব ১৪৪৬

জাতীয়

চাঁপাইনবাবগঞ্জে চাঁদাবাজি মামলায় চেয়ারম্যান ও আ.লীগ নেতা কারাগারে

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯২০ ঘণ্টা, নভেম্বর ৩, ২০২৪
চাঁপাইনবাবগঞ্জে চাঁদাবাজি মামলায় চেয়ারম্যান ও আ.লীগ নেতা কারাগারে

চাঁপাইনবাবগঞ্জ: চাঁপাইনবাবগঞ্জের নাচোল উপজেলা চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আব্দুল কাদের এবং জেলা পরিষদ সদস্য ও আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক রয়েল বিশ্বাসকে চাঁদাবাজির মালায় জেলহাজতে পাঠিয়েছেন আদালত।  

রোববার (৩ নভেম্বর) বেলা ১১টায় নাচোল থানার একটি মামলায় নাচোল আমলি আদালত ২য় এর বিচারক মোসা. ইসিতা শবনামের আদালতে আত্মসমর্পণ করে জামিন চাইলে দুজনের জামিন নামঞ্জুর করে জেলহাজতে পাঠানোর আদেশ দেন।

 

বিষয়টি নিশ্চিত করেছেন চাঁপাইনবাবগঞ্জ আদালত পুলিশ পরিদর্শক সুকোমল চন্দ্র দেবনাথ। এর আগে ২০ অক্টোবর নাচোল থানায় মামলাটি দায়ের করেন ফতেপুর ইউপির মারকৈল গ্রামের এস্তাব আলী। মামলায় মোট ২৬ জন আওয়ামী লীগ নেতার নাম উল্লেখ করা হয়েছে।

মামলার এজাহার সূত্রে জানা গেছে, ২০২৩ সালের ৪ মে সকাল ১১টার দিকে ফতেপুর ইউপির মারকৈল গ্রামে আব্দুল কুদ্দুসের আমবাগানে বাদীর কাছে আব্দুল কাদের চাঁদা দাবি করেন। বাদী চাঁদা দিতে অপরাগতা প্রকাশ করলে আব্দুল কাদেরের হুকুমে অন্যান্য আসামিরা ককটেল বিস্ফোরণ ঘটিয়ে আতঙ্ক সৃষ্টি করে। বাদী চাঁদা দিতে আবারও অপরাগতা জানালে অন্যান্য আসামিরা বাদীকে হত্যার উদ্দেশ্যে জখম করে এবং আমবাগানের ক্ষতি সাধন করে।

পুলিশ পরিদর্শক সুকোমল চন্দ্র দেবনাথ জানান, বিচারকের নির্দেশে আব্দুল কাদের ও রয়েল বিশ্বাসকে কারাগারে পাঠানো হয়েছে।

বাংলাদেশ সময়: ১৯১৯ ঘণ্টা, নভেম্বর ০৩, ২০২৪
আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।