ঢাকা, শনিবার, ৮ অগ্রহায়ণ ১৪৩১, ২৩ নভেম্বর ২০২৪, ২১ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

জিন ব্যাংকে ২৫২ জন নিয়োগ দেওয়া হবে: রিজওয়ানা

অতিথি করেসপন্ডেন্ট, সাভার (ঢাকা) | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১০০ ঘণ্টা, নভেম্বর ৩, ২০২৪
জিন ব্যাংকে ২৫২ জন নিয়োগ দেওয়া হবে: রিজওয়ানা

সাভার: জাতীয় জিন ব্যাংক নীতিমালার জন্য নির্মিত জিন ব্যাংকে ২৫২ জন নিয়োগ দেওয়া হবে বলে জানিয়েছেন পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তনবিষয়ক মন্ত্রণালয়ের উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান।

রোববার  (০৩ নভেম্বর) বিকেলে সাভারের আশুলিয়ার গনকবাড়ি ন্যাশনাল ইনস্টিটিউট অব বায়োটেকনোলজিতে (এনআইবি) নবনির্মিত জিন ব্যাংক পরিদর্শন শেষে তিনি এসব কথা জানান।

 

এসময় তিনি জাতীয় জিন ব্যাংকের সার্বিক ব্যবস্থাপনার খোঁজ-খবর নেন।

সৈয়দা রিজওয়ানা হাসান বলেন, উপদেষ্টা পরিষদে জাতীয় জিন ব্যাংক নীতিমালার একটি খসড়া উত্থাপিত হয়েছে। তারই লক্ষ্যে ন্যাশনাল ইনস্টিটিউট অব বায়োটেকনোলজিতে (এনআইবি) ভবনসহ জিন ব্যাংক নির্মাণ করা হচ্ছে। খসড়া নীতিমালাটির বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়ার আগে বোঝা দরকার, তারই লক্ষ্যে নবনির্মিত জিন ব্যাংকটি পরিদর্শন করে সার্বিক ব্যবস্থাপনার খোঁজ-খবর নিতে এসেছি।

তিনি বলেন,  আপনারা খবরের কাগজে যেমন পড়েছেন, আমরাও পড়েছি। সেটা হলো এখানে প্রধান কর্মকর্তা নিয়োগ, না নিয়োগ সংক্রান্ত সবটাই পড়েছি। আমাদের রিক্রুটটা সীমিত থাকবে শুধু আমরা একটা জাতীয় জিন ব্যাংকের প্রয়োজনীয়তা অনুভব করি কি না। যদি আমরা প্রয়োজনীয়তা অনুভব করি তাহলে একভাবে রিকমেন্ডেশন দেব। আর যদি প্রয়োজনীয়তা অনুভব না করি তাহলে রিকমেন্ডেশন আরেকভাবে দেব। জিন ব্যাংকের কে কর্মকর্তা আছেন না আছেন সেটা নিয়ে যেমন তর্ক বিবাদ আছে। এই মুহূর্তে বাংলাদেশে সকল প্রতিষ্ঠানে কোথাও কোনো কর্তাব্যক্তি নিয়োগ হলে কথা হচ্ছে। সেটা একটা বাস্তবতা, সেটা ভিন্ন বিষয়।  

এসময় উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসানের সাথে ন্যাশনাল ইনস্টিটিউট অব বায়োটেকনোলজির (এনআইবি) ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।  

বাংলাদেশ সময়: ২০৫৭ ঘণ্টা, নভেম্বর ০৩, ২০২৪
এসএএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।