ঢাকা, শনিবার, ৮ অগ্রহায়ণ ১৪৩১, ২৩ নভেম্বর ২০২৪, ২১ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

কিশোরগঞ্জে ইউপি চেয়ারম্যান বদর উদ্দিন গ্রেপ্তার

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০৪৮ ঘণ্টা, নভেম্বর ৪, ২০২৪
কিশোরগঞ্জে ইউপি চেয়ারম্যান বদর উদ্দিন গ্রেপ্তার

কিশোরগঞ্জ: কিশোরগঞ্জে বৈষম্যবিরোধী আন্দোলনে ছাত্র-জনতার ওপর হামলার ঘটনায় ইউপি চেয়ারম্যান ও আওয়ামী লীগ নেতা মো. বদর উদ্দিনকে (৫৯) গ্রেপ্তার করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)।

সোমবার (৪ নভেম্বর) রাতে র‌্যাবের মিডিয়া অফিসার সহকারী পুলিশ সুপার মো. আব্দুল হাই চৌধুরী বিষয়টি নিশ্চিত করেছেন।

 

এর আগে বিকেলে কিশোরগঞ্জ সদর উপজেলার যশোদল এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। পরে তাকে কিশোরগঞ্জ মডেল থানায় হস্তান্তর করা হয়েছে।

গ্রেপ্তার বদর উদ্দিন কিশোরগঞ্জ সদর উপজেলার কর্শাকড়িয়াইল ইউনিয়ন পরিষদের (ইউপি) বর্তমান চেয়ারম্যান ও একই ইউনিয়ন আওয়ামী লীগের সহ-সভাপতি পদে দায়িত্ব পালন করে আসছেন।

উল্লেখ্য, কিশোরগঞ্জে বৈষম্যবিরোধী আন্দোলনে ছাত্র-জনতার ওপর হামলার অভিযোগে কিশোরগঞ্জ মডেল থানায় দায়ের করা মামলার আসামি হিসেবে মো. বদর উদ্দিনকে গ্রেপ্তার করা হয়েছে।

বাংলাদেশ সময়: ২০৪৮ ঘণ্টা, নভেম্বর ৪, ২০২৪
এসএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।