ঢাকা, সোমবার, ৫ মাঘ ১৪৩১, ২০ জানুয়ারি ২০২৫, ১৯ রজব ১৪৪৬

জাতীয়

খিলগাঁওয়ে ছিনতাই হওয়া পিকআপ ভ্যান ধামরাই থেকে উদ্ধার

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০০৬ ঘণ্টা, নভেম্বর ৭, ২০২৪
খিলগাঁওয়ে ছিনতাই হওয়া পিকআপ ভ্যান ধামরাই থেকে উদ্ধার

ঢাকা: রাজধানীর খিলগাঁও থেকে হাঁস ও মুরগির ডিমসহ ছিনতাই হওয়া একটি পিকআপ ভ্যান ধামরাই থেকে উদ্ধার করেছে পুলিশ। তবে এ ঘটনায় জড়িত কাউকে এখনও গ্রেপ্তার করতে পারেনি আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।

পাশাপাশি উদ্ধার করা যায়নি ওই পিকআপে থাকা ২৫ হাজার ২০০ ডিম।

বুধবার (৬ নভেম্বর) ঢাকার ধামরাই থেকে সবুজ রঙের টাটা পিকআপ ভ্যানটি উদ্ধার করে খিলগাঁও থানা পুলিশ।

বিষয়টি নিশ্চিত করেছেন ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) মুহাম্মদ তালেবুর রহমান।

তিনি জানান, ডিমসহ পিকআপ ভ্যান ছিনতাইয়ের ঘটনায় গত মঙ্গলবার (৫ নভেম্বর) ডিএমপির খিলগাঁও থানায় একটি ছিনতাইয়ের মামলা করা হয়। তদন্তাধীন এ মামলায় গোয়েন্দা তথ্য ও প্রযুক্তির সহায়তায় ছিনতাই হওয়া পিকআপ ভ্যান আজ ধামরাই থেকে উদ্ধার করে ডিএমপির খিলগাঁও থানা পুলিশ। মামলার সুষ্ঠু তদন্ত ও ঘটনায় জড়িত দুষ্কৃতকারীদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে।

মামলার এজাহার সূত্রে জানা যায়, গত ২ নভেম্বর রাত আনুমানিক ৮টা ৪০ মিনিটে বাজিতপুর থেকে ২৫ হাজার ২০০ হাঁস ও মুরগির ডিম নিয়ে টাটা পিকআপ ভ্যানে করে চালক আক্কাস মিয়া (৩৩) ও হেলপার মো. রাজিব মিয়া (১৮) রাজধানীর খিলগাঁও বাজারের উদ্দেশে রওনা হন। রাত আনুমানিক আড়াইটায় ডিমবোঝাই পিকআপ ভ্যানটি খিলগাঁওয়ের শেখের জায়গায় আ. রশিদ আহম্মেদের বাড়ির সামনের পাকা রাস্তায় পৌঁছালে একটি হলুদ রঙের পিকআপ ভ্যান তাদের গতিরোধ করে। এ সময়  অজ্ঞাতনামা ৩-৪ জন দুষ্কৃতকারী ডিমবাহী গাড়ির চালক ও হেলপারকে পিকআপ ভ্যান থেকে নামিয়ে হাত, পা, মুখ বেঁধে তাদের গাড়িতে উঠিয়ে ত্রিপল দিয়ে ঢেকে দেয়। পাশাপাশি দুষ্কৃতকারীদের একজন ডিমবাহী গাড়িটি নিয়ে চলে যায়। এরপর তারা চালক ও হেলপারকে তাদের গাড়িতে করে বিভিন্ন জায়গায় ঘুরিয়ে ভোর আনুমানিক সাড়ে ৪টায় তেজগাঁও ফ্লাইওভারের ওপর নামিয়ে দেয়। এ সময় তাদের সঙ্গে থাকা তিনটি মোবাইল ফোনও ছিনিয়ে নেয় দুষ্কৃতিকারীরা।

বাংলাদেশ সময়: ১০০৪ ঘণ্টা, নভেম্বর ০৭, ২০২৪
এসসি/আরবি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।