ঢাকা, মঙ্গলবার, ১৬ বৈশাখ ১৪৩২, ২৯ এপ্রিল ২০২৫, ০১ জিলকদ ১৪৪৬

জাতীয়

চীন সফরে গেলেন বিমানবাহিনী প্রধান

স্পেশাল করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১:৩৩, নভেম্বর ৮, ২০২৪
চীন সফরে গেলেন বিমানবাহিনী প্রধান

ঢাকা: এক সরকারি সফরে শুক্রবার (০৮ নভেম্বর) চীনে গেলেন বাংলাদেশ বিমানবাহিনীর প্রধান এয়ার চিফ মার্শাল হাসান মাহমুদ খাঁন।

কমান্ডার অব দ্য চাইনিজ পিএলএ এয়ারফোর্সের আমন্ত্রণে তিনি ০৯-১৫ নভেম্বর চীন সফর করবেন।

সফরকালে বিমানবাহিনী প্রধান চীনে অনুষ্ঠেয় ১৫তম চীনা ইন্টারন্যাশনাল অ্যাভিয়েশন অ্যান্ড অ্যরোস্পেস এক্সিবিশন এবং এ সংক্রান্ত বিভিন্ন ফোরামে অংশ নেবেন।

এ ছাড়া তিনি চায়নিজ পিএলএ এয়ারফোর্সের বিভিন্ন ইউনিট ও কলেজ এবং চীনা ন্যাশনাল অ্যারো-টেকনোলজি ইমপোর্ট অ্যান্ড এক্সপোর্ট করপোরেশন হেডকোয়ার্টার্স পরিদর্শন কববেন।  

বিমানবাহিনী প্রধানের এ সফরের মাধ্যমে বাংলাদেশ ও চীনের মধ্যে বিদ্যমান সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক আরও সুদৃঢ় হবে, যা পেশাগত খাতে পারস্পরিক সহযোগিতার পরিধি সম্প্রসারিত করবে বলে আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তরের (আইএসপিআর) সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়।

তিনি সফর শেষে আগামী ১৬ নভেম্বর দেশে ফিরবেন।

বাংলাদেশ সময়: ২১২৮ ঘণ্টা, নভেম্বর ০৮, ২০২৪
এমইউএম/আরএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।