ঢাকা, বুধবার, ১২ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ নভেম্বর ২০২৪, ২৫ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

কুমিল্লা কারাগারে সাবেক আইজিপি শহিদুল ও এক উপসচিব

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮১৪ ঘণ্টা, নভেম্বর ৯, ২০২৪
কুমিল্লা কারাগারে সাবেক আইজিপি শহিদুল ও এক উপসচিব

কুমিল্লা: পুলিশের সাবেক মহাপরিদর্শক (আইজিপি) শহীদুল হক ও সাবেক উপসচিব কিবরিয়া মজুমদারকে কুমিল্লা কারাগারে আনা হয়েছে।  

শনিবার (৯ নভেম্বর) তাদেরকে কারাগারে আনা হয়।

 

একটি সূত্র জানিয়েছে, দুপুরের কিছু সময় পর ঢাকা কেন্দ্রীয় কারাগার থেকে প্রিজনভ্যানে করে কঠোর নিরাপত্তায় তাদের কুমিল্লা কারাগারের ফটকে আনা হয়। এ সময় তাদের নথিপত্র দেখে কুমিল্লা কারাগারের ভেতরে নিয়ে যাওয়া হয়।  

এ ঘটনায় কারাগারের নিরাপত্তা জোরদার করা হয়েছে বলে জানিয়েছে সূত্রটি।  

আরেকটি সূত্র জানিয়েছে, আজ বৃহস্পতিবার (১১ নভেম্বর) কুমিল্লা আদালতে বিশেষ ক্ষমতা আইনের একটি মামলায় শহীদুল হক ও কিবরিয়ার হাজিরা দেওয়ার কথা রয়েছে। যে কারণে দুইজনকে এই কারাগারে আনা হয়েছে। মামলার কার্যক্রম শেষ হলে আবারও তাদের ঢাকায় পাঠানো হবে।

এ বিষয়ে কুমিল্লা কারাগারের সিনিয়র জেল সুপার মো. আব্দুল জলিল বলেন, কুমিল্লা কারাগারে প্রতিদিনই অনেক আসামি আনা-নেওয়া হয়। আজও কয়েকজনকে আনা হয়েছে। একটি জরুরি মিটিংয়ে ডিসি অফিসে থাকায় কাদের কারাগারে আনা হয়েছে নিশ্চিতভাবে বলতে পারছি না।

বাংলাদেশ সময়: ১৮১০ ঘণ্টা, নভেম্বর ০৯, ২০২৪
এসএএইচ
 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।