ঢাকা, শনিবার, ৮ অগ্রহায়ণ ১৪৩১, ২৩ নভেম্বর ২০২৪, ২১ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

তিন মাস ১০ দিন পর চালু  হলো সিরাজগঞ্জ এক্সপ্রেস ট্রেন

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২৩৯ ঘণ্টা, নভেম্বর ১৫, ২০২৪
তিন মাস ১০ দিন পর চালু 
হলো সিরাজগঞ্জ এক্সপ্রেস ট্রেন

সিরাজগঞ্জ: সিরাজগঞ্জ শহর থেকে ঢাকাগামী একমাত্র ট্রেন সিরাজগঞ্জ এক্সপ্রেস তিন মাস ১০ দিন পর আবার চালু হয়েছে।  

শুক্রবার (১৫ নভেম্বর) ভোর ৬টায় সিরাজগঞ্জ বাজার স্টেশন থেকে ট্রেনটি ঢাকার উদ্দেশ্যে ছেড়ে যায়।

দীর্ঘদিন পর ট্রেনটি চালু হওয়ায় যাত্রীদের মধ্যে উৎসবমুখর পরিবেশ বিরাজ করছিল। এসময় জেলা বিএনপির সাধারণ সম্পাদক সাইদুর রহমান বাচ্চু যাত্রীদের ফুল দিয়ে শুভেচ্ছা জানান। বিএনপির নেতৃবৃন্দ এসময় উপস্থিত ছিলেন।

উচ্ছ্বসিত যাত্রীরা বলেন, জেলা শহরে থেকে চলাচল করা একমাত্র ট্রেনটি বন্ধ হওয়ার ফলে ঢাকায় যাতায়াত করতে অনেক ভোগান্তির শিকার হতে হতো। দীর্ঘদিন পর ট্রেনটি চালু হওয়ায় ভোগান্তি থেকে মুক্ত হলাম। সকালের ট্রেনে ঢাকায় গিয়ে কাজকর্ম সেরে বিকেলের ট্রেনেই ফেরা যায়। তবে আন্তঃনগর এ ট্রেনটি যেন লোকালের মতো এ রুটের সব ট্রেনকেই ক্রসিং করে সময়ক্ষেপণ না করে সেই দাবিও জানান যাত্রীরা।  

বৈষম্যবিরোধী ছাত্র-জনতার আন্দোলন চলাকালে দুটি স্টেশন ক্ষতিগ্রস্ত হওয়ায় গত ৪ আগস্ট হঠাৎ করেই সিরাজগঞ্জ এক্সপ্রেস ট্রেনটি বন্ধ হয়ে যায়। এরপর ট্রেনটি চালুর দাবিতে জেলা বিএনপির সাধারণ সম্পাদক সাইদুর রহমান বাচ্চুর নেতৃত্বে সিরাজগঞ্জের সর্বস্তরের জনগণ সামাজিক আন্দোলন গড়ে তোলেন।  

মানববন্ধন, সংবাদ সম্মেলন, স্মারকলিপি প্রদান, সাংস্কৃতিক পদযাত্রার পাশাপাশি রেল কর্তৃপক্ষের সঙ্গে আলোচনাও চলতে থাকে। অবশেষে ট্রেনটি চালু করার সিদ্ধান্ত নেয় রেলওয়ে কর্তৃপক্ষ।

সিরাজগঞ্জ এক্সপ্রেস আবার চালু করায় সংশ্লিষ্ট সবাইকে ধন্যবাদ জানিয়ে জেলা বিএনপির সাধারণ সম্পাদক সাইদুর রহমান বাচ্চু বলেন, এ ট্রেন চালুসহ উত্তরাঞ্চলের সব ট্রেন শহর হয়ে চলাচলের ব্যবস্থা করার দাবিতে আমরা শান্তিপূর্ণ কর্মসূচি পালনের পাশাপাশি রেলওয়ের কর্মকর্তাদের সঙ্গে কথা বলেছি। আমাদের দাবির পরিপ্রেক্ষিতে ট্রেনটি চালু হয়েছে। এ জন্য ধন্যবাদ জানাই। তবে নতুন যমুনা রেলসেতু চালু হওয়ার পর সিরাজগঞ্জ-বগুড়া রেলপথ চালুর মাধ্যমে রায়পুর জংশন হয়ে শহরের ভেতর দিয়ে উত্তর-পশ্চিমাঞ্চলের সব ট্রেন চলাচলের ব্যবস্থা করার দাবি জানাই।  

বাংলাদেশ সময়: ১২৩৬ ঘণ্টা, নভেম্বর ১৫, ২০২৪
এসআই

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।