ঢাকা, সোমবার, ২২ বৈশাখ ১৪৩২, ০৫ মে ২০২৫, ০৭ জিলকদ ১৪৪৬

জাতীয়

জিয়া ক্রিকেট টুর্নামেন্টের ফরিদপুর বিভাগীয় ম্যাচ অনুষ্ঠিত

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০০:৩৩, নভেম্বর ১৭, ২০২৪
জিয়া ক্রিকেট টুর্নামেন্টের ফরিদপুর বিভাগীয় ম্যাচ অনুষ্ঠিত

ফরিদপুর: জিয়া ক্রিকেট টুর্নামেন্টের ফরিদপুর বিভাগীয় ম্যাচ অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (১৬ নভেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে ফরিদপুর জেলা স্টেডিয়ামে ম্যাচটি উদ্বোধন করা হয়।

উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য দেন বিএনপির সাংগঠনিক সম্পাদক শামা ওবায়েদ, কৃষকদলের কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক শহিদুল ইসলাম বাবুল, জিয়া ক্রিকেট টুর্নামেন্টের আয়োজক কমিটির আহ্বায়ক আমিনুল ইসলাম, বাংলাদেশ ক্রিকেট দলের সাবেক অধিনায়ক হাবিবুল বাশার সুমন ও জাতীয় দলের সাবেক ওপেনিং ব্যাটসম্যান জাভেদ ওমর বেলিম গোল্লা।

এছাড়া উপস্থিত ছিলেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা জহিরুল হক শাহজাদা মিয়া, সহ-সাংগঠনিক সম্পাদক খন্দকার মাশুকুর রহমান, সহ-সাংগঠনিক সম্পাদক সেলিমুজ্জামান সেলিম, মহিলা দলের যুগ্ম আহ্বায়ক চৌধুরী নায়াব ইউসুফ, যুবদলের সাবেক সহ-সভাপতি মাহবুবুল হাসান পিংকু, জেলা বিএনপির আহ্বায়ক মোদাররেস আলী ইছা।  

বৃহত্তর ফরিদপুরের পাঁচটি জেলার খেলোয়াড়দের নিয়ে গঠিত লাল দল ও সবুজ দলের মধ্যে টি-টোয়েন্টি ফরম্যাটে ম্যাচটি অনুষ্ঠিত হয়।

১৯ জানুয়ারি শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের জন্মবার্ষিকীর দিনে ঢাকার মিরপুরে হোম অব ক্রিকেটে জিয়া ক্রিকেট টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত হবে।

বাংলাদেশ সময়: ০০৩৩ ঘণ্টা, নভেম্বর ১৭, ২০২৪
এসএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।