ঢাকা, শনিবার, ৮ অগ্রহায়ণ ১৪৩১, ২৩ নভেম্বর ২০২৪, ২১ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

মেঘনায় লাইটার জাহাজ থেকে ১৬ লাখ মিটার কারেন্ট জাল জব্দ 

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০১৫৫ ঘণ্টা, নভেম্বর ১৯, ২০২৪
মেঘনায় লাইটার জাহাজ থেকে ১৬ লাখ মিটার কারেন্ট জাল জব্দ 

চাঁদপুর: চাঁদপুরে মেঘনা নদীতে অভিযান চালিয়ে একটি লাইটার জাহাজ থেকে ১৬ লাখ মিটার নিষিদ্ধ কারেন্ট জাল জব্দ করেছে কোস্টগার্ড।

সোমবার (১৮ নভেম্বর) রাতে এ তথ্য নিশ্চিত করেন কোস্টগার্ড চাঁদপুর স্টেশনের স্টেশন কমান্ডার লেফটেন্যান্ট তাকিউল আহসান।

তিনি বলেন, গোপন সংবাদের ভিত্তিতে বিকেল সাড়ে ৪টার দিকে চাঁদপুর কোস্টগার্ড চাঁদপুরের মেঘনা নদীর মোহনা সংলগ্ন এলাকায় বিশেষ অভিযান চালায়। অভিযানে মুন্সিগঞ্জ থেকে বরিশালগামী লাইটার জাহাজের গতিবিধি সন্দেহজনক মনে হলে আভিযানিক দলটি জাহাজটি থামার সংকেত দেয়।
লাইটার জাহাজটি থামলে তাতে তল্লাশি চালিয়ে আনুমানিক ১৬ লাখ মিটার অবৈধ কারেন্ট জাল জব্দ করা হয়।  

এরপর জব্দ করা কারেন্ট জাল চাঁদপুর সদর উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা মো. তানজিমুল ইসলামের উপস্থিতিতে কোস্টগার্ড চাঁদপুর স্টেশনে নিয়ে পুড়িয়ে ফেলা হয়।

বাংলাদেশ সময়: ০১৫৪ ঘণ্টা, নভেম্বর ১৯, ২০২৪
এসআই

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।