ঢাকা, মঙ্গলবার, ২৩ বৈশাখ ১৪৩২, ০৬ মে ২০২৫, ০৮ জিলকদ ১৪৪৬

জাতীয়

ব্যারিস্টার সুমনকে হবিগঞ্জ কারাগারে স্থানান্তর

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২:৩৭, নভেম্বর ২১, ২০২৪
ব্যারিস্টার সুমনকে হবিগঞ্জ কারাগারে স্থানান্তর ব্যারিস্টার সৈয়দ সায়েদুল হক সুমন

হবিগঞ্জ: বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে হামলা মামলায় গ্রেপ্তার হয়ে ঢাকা কেন্দ্রীয় কারাগারে থাকা সাবেক সংসদ সদস্য ব্যারিস্টার সৈয়দ সায়েদুল হক সুমনকে হবিগঞ্জ কারাগারে স্থানান্তর করা হয়েছে।

বৃহস্পতিবার (২১ নভেম্বর) সকাল সোয়া ১১টায় কারাগারের সুপার মো. মুজিবুর রহমান বাংলানিউজকে এ তথ্য নিশ্চিত করেন।

এর আগে বুধবার (২০ নভেম্বর) রাতে পুলিশের একটি প্রিজন ভ্যান করে ঢাকা থেকে তাকে হবিগঞ্জ কারাগারে আনা হয়।

মুজিবুর রহমান বলেন, বৃহস্পতিবার ব্যারিস্টার সুমনকে হবিগঞ্জ আদালতে নেওয়ার কথা। তবে সকাল সোয়া ১১টা পর্যন্ত এ সংক্রান্ত কোনো আদেশ কারাগারে আসেনি।

নিরাপত্তাজনিত কারণে তাকে কারাগারে আলাদা একটি কক্ষে রাখা হয়েছে। আদেশ পেলেই তাকে আদালতে নিয়ে উপস্থিত করা হবে।

প্রসঙ্গত, গত ১৬ জুলাই শায়েস্তাগঞ্জ নতুন ব্রিজ গোলচত্বরে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে হামলার অভিযোগে ১১ সেপ্টেম্বর সৈয়দ সায়েদুল হক সুমনসহ ৯৭ আসামির নাম উল্লেখ করে প্রায় ২০০ জনের বিরুদ্ধে চুনারুঘাট থানায় মামলা হয়।

হবিগঞ্জের মাধবপুরে সরকারি ডাকবাংলোয় হামলা ও অগ্নিসংযোগের অভিযোগ এবং রাজধানীর বনশ্রীতে আন্দোলনের হামলা মামলায়ও তিনি আসামি।

গত ২২ অক্টোবর রাজধানীর মিরপুর থেকে সুমনকে গ্রেপ্তার করা হয়। তখন থেকেই ঢাকা কেন্দ্রীয় কারাগারে ছিলেন তিনি।

বাংলাদেশ সময়: ১২৩৩ ঘণ্টা, নভেম্বর ২১, ২০২৪
আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।