ঢাকা, মঙ্গলবার, ১৭ আষাঢ় ১৪৩২, ০১ জুলাই ২০২৫, ০৫ মহররম ১৪৪৭

জাতীয়

টাঙ্গাইলে সব ধর্মের প্রতিনিধি নিয়ে র‌্যালি-আলোচনা সভা

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট   | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫:০০, ডিসেম্বর ৫, ২০২৪
টাঙ্গাইলে সব ধর্মের প্রতিনিধি নিয়ে র‌্যালি-আলোচনা সভা

টাঙ্গাইল: ‘সম্পীতির ঐকতানে গাহি সাম্যের গান’ এ স্লোগানকে সামনে রেখে টাঙ্গাইলে সব ধর্মাবলম্বীদের নিয়ে সম্প্রীতি র‌্যালি আলোচনা সভা হয়েছে।  

বৃহস্পতিবার (৫ ডিসেম্বর) সকালে জেলা পুলিশের আয়োজনে হেলিপ্যাড চত্বর থেকে এক বর্ণাঢ্য র‌্যালি বের হয়।

পরে র‌্যালিটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে পুলিশ লাইনস মাল্টিপারপাস শেডে আলোচনা সভা হয়।

অনুষ্ঠানে টাঙ্গাইলের পুলিশ সুপার মো. সাইফুল ইসলাম সানতুর সভাপতিত্বে বক্তব্য রাখেন অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ) শরফুদ্দিন, অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন) সরোয়ার হোসেন, অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসবি) আব্দুল্লাহ আল মামুন, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) সোহেল রানা, টাঙ্গাইল প্রেসক্লাবের সভাপতি জাফর আহমেদ ও জেলা পূজা উদযাপন কমিটির সাধারণ সম্পাদক প্রদীপ গুণ ঝন্টু।

র‌্যালিতে সব ধর্মের মানুষ বিভিন্ন প্ল্যাকার্ড হাতে নিয়ে অংশগ্রহণ করেন।

বাংলাদেশ সময়: ১৪৫৯ ঘণ্টা, ডিসেম্বর ৫, ২০২৪
জেএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।