ঢাকা, সোমবার, ৫ মাঘ ১৪৩১, ২০ জানুয়ারি ২০২৫, ১৯ রজব ১৪৪৬

জাতীয়

চাকরির জন্য দেওয়া টাকা উদ্ধার করতে গিয়ে খুন হয় রাসেল

অতিথি করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬১০ ঘণ্টা, ডিসেম্বর ৫, ২০২৪
চাকরির জন্য দেওয়া টাকা উদ্ধার করতে গিয়ে খুন হয় রাসেল

সাভার (ঢাকা): সাভারের আশুলিয়ায় রাসেল হত্যাকাণ্ডের রহস্য উদঘাটন করে হত্যাকারী আব্দুল মতিন (৩০) নামের একজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। রাসেলকে পাওনা টাকার জন্য ইট দিয়ে আঘাত করে হত্যা করে মতিন।

বৃহস্পতিবার (০৫ ডিসেম্বর) সকাল ১১টার দিকে এসব তথ্য নিশ্চিত করেন আশুলিয়া থানার উপ-পরিদর্শক (এসআই) হারুনুর রশিদ। এর আগে গতকাল অভিযান পরিচালনা করে তিনি পটুয়াখালীর মহিপুরের আলীপুর বাজার থেকে তাকে গ্রেপ্তার করেন।

গ্রেপ্তার আব্দুল মতিন (৩০) সিরাজগঞ্জ জেলার বেলকুচি থানার চরচালা পূর্বপাড়া এলাকার মৃত আনোয়ার হোসেনের ছেলে। নিহত রাসেল একই থানার গারামাসি এলাকার বাবুল সরকারের ছেলে।

পুলিশ জানায়, গত ১২ অক্টোবর আশুলিয়ার উত্তর গাজীরচট এলাকার শফিকুল ইসলাম টুকুর বাড়ি থেকে রাসেল হোসেন (৩০) নামের এক যুবকের রক্তাক্ত মৃতদেহ উদ্ধার করা হয়। এঘটনায় মামলা দায়ের হলে হত্যাকাণ্ডের রহস্য উদঘাটনে তদন্ত শুরু করে পুলিশ। পরে তথ্য প্রযুক্তির সহযোগিতায় আসামির অবস্থান শনাক্ত করে পটুয়াখালীর মহিপুর এলাকায় অভিযান চালিয়ে হত্যাকারীকে গ্রেপ্তার করে পুলিশ।  

আশুলিয়া থানার উপ-পরিদর্শক (এসআই) হারুনুর রশিদ বাংলানিউজকে বলেন, রাসেলের ছোট ভাই মাসুদকে এয়ারপোর্টে চাকরি দেওয়ার কথা বলে ৬ লাখ ৭৩ হাজার টাকা নেয় মতিন। কিন্তু চাকরি না দিয়ে টাকা নিয়ে পালিয়ে যায় সে। সেই টাকা উদ্ধারের জন্য রাসেলসহ ৩/৪ জন মতিনকে রাজধানীর এয়ারপোর্ট থেকে ধরে এনে আটকে রাখেন। পরবর্তীতে রাতে রাসেল ও মতিন একই রুমে ঘুমালে সুযোগ পেয়ে রাসেলের মাথায় ইট দিয়ে আঘাত করে পালিয়ে যায় মতিন। এঘটনায় ঘটনাস্থলেই মারা যায় রাসেল। টাকা ফেরত না দেওয়ার জন্য রাসেলকে আঘাত করে পালিয়ে যায় সে।

আশুলিয়া থানার পরিদর্শক (ওসি) আবু বকর সিদ্দিক বলেন, প্রাথমিক জিজ্ঞাসাবাদে মতিন হত্যার কথা স্বীকার করেছে। আজ সকালে তাকে আদালতে পাঠানো হয়েছে।

বাংলাদেশ সময়: ১৬০৮ ঘণ্টা, ডিসেম্বর ৫, ২০২৪
এমএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।