ঢাকা, সোমবার, ৫ মাঘ ১৪৩১, ২০ জানুয়ারি ২০২৫, ১৯ রজব ১৪৪৬

জাতীয়

হত্যা মামলার আসামি ধরায় তেজগাঁওয়ে টায়ার জ্বালিয়ে সড়ক অবরোধ

সিনিয়র করেসপন্ডেন্ট  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২২০৫ ঘণ্টা, ডিসেম্বর ১০, ২০২৪
হত্যা মামলার আসামি ধরায় তেজগাঁওয়ে টায়ার জ্বালিয়ে সড়ক অবরোধ ছবি: ভিডিও থেকে নেওয়া

ঢাকা: ছাত্র-জনতার আন্দোলনে হত্যা মামলার আসামি শ্রমিক নেতা তালুকদার মোহাম্মদ মনির হোসেনকে গ্রেপ্তার করায় রাজধানীর তেজগাঁওয়ের সাতরাস্তায় এলাকায় সড়কে টায়ারে আগুন জ্বালিয়ে ঘণ্টাখানেক অবরোধ করেছে তার অনুসারীরা। এ সময় সাতরাস্তা এলাকার একটি সড়কে যান চলাচল বন্ধ থাকে।

মঙ্গলবার (১০ ডিসেম্বর) সন্ধ্যা ৭টা থেকে এক ঘণ্টা পর্যন্ত মনির হোসেনের অনুসারী কিছু শ্রমিক এ কর্মসূচি পালন করেন। তবে পরে তারা উঠে গেলে যান চলাচল স্বাভাবিক হয়।

তেজগাঁও শিল্পাঞ্চল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গাজী শামীমুর রহমান মোবাইল ফোনে বাংলানিউজকে বলেন, সন্ধ্যায় তেজগাঁও ট্রাক স্ট্যান্ড এলাকা থেকে শ্রমিক নেতা তালুকদার মনির হোসেনকে জুলাই-আগস্টে ছাত্র-জনতার আন্দোলনের ঘটনায় পল্টন থানার হত্যা মামলায় গ্রেপ্তার করা হয়। এই গ্রেপ্তারের প্রতিবাদে ট্রাক শ্রমিকরা সাত রাস্তার মোড়ে সড়কে টায়ার জ্বালিয়ে প্রতিবাদ করে। সড়কে তারা এক ঘণ্টা অবস্থান করার কারণে এক পাশের সড়কে যান চলাচল বন্ধ হয়ে যায়।  

তবে ঘণ্টাখানেক পরে তারা চলে যায় জানিয়ে ওসি বলেন, বর্তমানে সাতরাস্তা মোড়ের চতুর্পাশেই যান চলাচল স্বাভাবিক আছে।

বাংলাদেশ সময়: ২১৫৭ ঘণ্টা, ডিসেম্বর ১০, ২০২৪
এজেডএস/এইচএ/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।