ঢাকা, বুধবার, ৩ পৌষ ১৪৩১, ১৮ ডিসেম্বর ২০২৪, ১৫ জমাদিউস সানি ১৪৪৬

জাতীয়

কালকিনিতে অবৈধভাবে বিদেশ না যাওয়ার শপথ

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫০৮ ঘণ্টা, ডিসেম্বর ১৮, ২০২৪
কালকিনিতে অবৈধভাবে বিদেশ না যাওয়ার শপথ

মাদারীপুর: মাদারীপুর জেলার কালকিনি উপজেলার বাঁশগাড়ী ইউনিয়ন পরিষদে ব্র্যাক মাইগ্রেশন প্রোগ্রামের ইম্প্রুভড সাসটেইনেবল রিইন্টিগ্রেশন অব বাংলাদেশি রিটার্নি মাইগ্রেন্টস (প্রত্যাশা ২) কর্তৃক নিরাপদ অভিবাসন ও বিদেশ-ফেরতদের পুনরায় একত্রীকরণ শীর্ষক ইউনিয়ন কর্মশালা অনুষ্ঠিত হয়। এ সময় অবৈধভাবে বিদেশ না যাওয়ার শপথ নেওয়া হয়।

বুধবার (১৮ ডিসেম্বর) দুপুরে এ কর্মশালা অনুষ্ঠিত হয়।  

বাঁশগাড়ী ইউনিয়ন পরিষদের সচিব অটল সেনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাঁশগাড়ী ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান মোসা. আরিফা আক্তার।  

কর্মশালায় একজন বিদেশ ফেরত নারী তার প্রতারিত হওয়ার গল্প তুলে ধরেন।

প্রধান অতিথি মোসা. আরিফা আক্তার বলেন, আমরা সবাই যদি নিরাপদ অভিবাসন প্রচার করি তাহলে আমাদের ইউনিয়নের মানুষ প্রতারণা থেকে রক্ষা পাবে। কাজ শিখে এবং ভালোভাবে জেনে বৈধপথে আমাদের বিদেশ যেতে হবে। '

ব্র্যাক মাইগ্রেশন প্রোগ্রামের প্রবাসবন্ধু ফোরামের সভাপতি মজিবর রহমান খান বলেন, আমাদের সবার উচিত ব্র্যাক মাইগ্রেশন প্রোগ্রাম থেকে পরামর্শ নিয়ে বিদেশ যাওয়া। এতে করে দক্ষতার পাশাপাশি সচেতনতা বাড়বে।  

কর্মশালায় অন্যান্য বক্তারা বলেন, যারা বিদেশ যাবেন তারা যেন সরকারি নিয়ম কানুন মেনে বিদেশ যান। ভাষা এবং কাজ শিখে ভিসা ভালোভাবে যাচাই করে বিদেশ যেতে হবে। এবং ব্যাংকের মাধ্যমে টাকা পাঠাতে হবে। বিদেশে যারা রয়েছেন তারা সঞ্চয় করুন। এবং অবৈধভাবে কেউ বিদেশ যাওয়ার কথা ভাববেন না।

এসময় অবৈধভাবে বিদেশ না যাওয়ার জন্য কর্মশালায় উপস্থিত সবাই শপথবাক্য পাঠ করেন।

এসময় আরও উপস্থিত ছিলেন- বাঁশগাড়ী ইউনিয়ন পরিষদের সদস্যবৃন্দ, গ্রাম্য পুলিশের সদস্যবৃন্দ, স্থানীয় গণমাধ্যম কর্মী, বিদেশ ফেরত অভিবাসী, সম্ভাব্য বিদেশগামী, শিক্ষক, বাজার কমিটির সভাপতি-সম্পাদক, সুশীল সমাজের প্রতিনিধি ও ব্র্যাক কর্মীরা।  

বাংলাদেশ সময়: ১৪৪৮ ঘণ্টা, ডিসেম্বর ১৮, ২০২৪
আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।