ঢাকা, মঙ্গলবার, ১০ ভাদ্র ১৪৩২, ২৬ আগস্ট ২০২৫, ০২ রবিউল আউয়াল ১৪৪৭

জাতীয়

আড়াইহাজারের প্যানেল মেয়র গ্রেপ্তার

স্টাফ করেসপন্ডেন্ট   | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬:৫০, মার্চ ১৪, ২০২৫
আড়াইহাজারের প্যানেল মেয়র গ্রেপ্তার

নারায়ণগঞ্জ: নারায়ণগঞ্জের আড়াইহাজারে অপারেশন ডেভিল হান্টে পৌরসভার প্যানেল মেয়র মো. জাহাঙ্গীর হোসেনকে (৪০) গ্রেপ্তার করা হয়েছে।

শুক্রবার (১৪ মার্চ) বিকেল সাড়ে ৩টার দিকে তাকে গ্রেপ্তার করা হয়।

তিনি সদর পৌরসভার ৫ নং ওয়ার্ডের কাউন্সিলর এবং প্যানেল মেয়র ছিলেন। তিনি আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে সম্পৃক্ত ছিলেন।
 
আড়াইহাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এনায়েত হোসেন জানান, গোপনে খবর পেয়ে জাহাঙ্গীরকে তার নিজ এলাকা থেকে গ্রেপ্তার করা হয়। তাকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। আওয়ামী লীগের আমলে তার বিরুদ্ধে নানা অভিযোগ রয়েছে। তিনি সদর পৌরসভার কৃষ্ণপুরা গ্রামের মৃত আমিন উদ্দিনের ছেলে। তার বিরুদ্ধে থানায় একটি ভাঙচুরের মামলা রয়েছে।

বাংলাদেশ সময়: ১৬২৮ ঘণ্টা, মার্চ ১৪, ২০২৫
এমআরপি/জেএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।