ঢাকা, বৃহস্পতিবার, ২৭ ফাল্গুন ১৪৩১, ১৩ মার্চ ২০২৫, ১২ রমজান ১৪৪৬

জাতীয়

শাহবাগে রাতভর অবস্থান করবে ইনকিলাব মঞ্চ, লাগাতার কর্মসূচির ঘোষণা 

ইউনিভার্সিটি করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০০৩০ ঘণ্টা, মার্চ ১৩, ২০২৫
শাহবাগে রাতভর অবস্থান করবে ইনকিলাব মঞ্চ, লাগাতার কর্মসূচির ঘোষণা 

ঢাকা: শাপলায় আন্দোলনকারী লাকি আক্তার ও তার সহযোগীদের গ্রেপ্তারসহ পাঁচ দফা দাবিতে রাতভর শাহবাগে অবস্থান করবে ইনকিলাব মঞ্চ। দাবি আদায় না হওয়া পর্যন্ত লাগাতার কর্মসূচি পালন করবে সংগঠনটি।



বুধবার (১২ মার্চ) সংগঠনটির সদস্যসচিব আব্দুল্লাহ আল জাবের বাংলানিউজকে এ তথ্য জানান।

বুধবার বিকেল ৩টা থেকে ইনকিলাব মঞ্চের সদস্যরা শাহবাগের জাতীয় যাদুঘরের সামনে অবস্থান করছেন।

এদিন রাত ১১টায় সরেজমিনে দেখা যায়, মঞ্চের আহ্বায়ক শরীফ ওসমান হাদিসহ সদস্যরা শাহবাগের জাতীয় যাদুঘরের সামনে রাস্তায় অবস্থান করছেন। রাত ১০টা নাগাদ পাঁচ দফা দাবিতে তারা একটি মিছিল করেছেন।

জাবের বলেন, যে শাহবাগ বাংলাদেশে শাপলা চত্বরে নিরীহ বাংলাদেশি ছাত্রদের হত্যা করেছে, যে শাহবাগ জুলাই অভ্যুত্থানে আমাদের ভাই-বোনদের হত্যা করতে মদদ দিয়েছে, সেই শাহবাগ বাংলাদেশে আর থাকতে পারে না। তাই আমরা পাঁচ দফা জানিয়েছি।  

তিনি বলেন, আমরা লাগাতার অবস্থান কর্মসূচি ঘোষণা করেছি। গুম-খুনের ঘটনা শাহবাগ থেকে হয়েছে, তা বিদায় না করে আমরা ঘরে ফিরে যাব না। দেশের আপামর জনসাধারণ, আপনাদের কণ্ঠ দীর্ঘদিন রুদ্ধ রাখা হয়েছে, সুতরাই এখনই সময়, শাহবাগীদের না বলুন।  তিনি পাঁচ দফা দাবি তুলে ধরেন।

দাবিগুলো হলো:

১. ধর্ষণের সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করতে দ্রুত বিচার ট্রাইব্যুনাল গঠন করে ৯০ দিনের মধ্যে মামলা নিস্পত্তির ব্যবস্থা করতে হবে। একই সঙ্গে কেউ মিথ্যা ধর্ষণ মামলা করলে তাকেও সর্বোচ্চ শাস্তির আওতায় আনতে হবে।

২. বাংলাদেশকে অস্থিতিশীল করার ষড়যন্ত্রের অংশ হিসেবে ‘মব’ তৈরি করে দায়িত্বরত নিরস্ত্র পুলিশের ওপর হামলাকারীদের দ্রুত গ্রেপ্তার করে বিচারের মুখোমুখি করতে হবে।  

৩. অবিলম্বে শাপলার কসাই লাকি আক্তার ও তাদের রাষ্ট্রদ্রোহী দোসরদের গ্রেপ্তার করে শাহবাগের ২০১৩ সালের রাষ্ট্রবিরোধী সব ষড়যন্ত্র উন্মোচন করতে হবে।

৪. জাতিসংঘকে অন্তর্ভুক্ত করে শাপলা ও পিলখানা গণহত্যার স্বাধীন বিচারিক তদন্ত কমিশন গঠন করে এ গণহত্যার সুষ্ঠু বিচার করতে হবে।

৫. অবিলম্বে জুলাই গণহত্যার দৃশ্যমান বিচারিক কার্যক্রম শুরু করে গণহত্যাকারী দল আওয়ামী লীগকে নিষিদ্ধ করতে হবে।

বাংলাদেশ সময়: ০০৩০ ঘণ্টা, মার্চ ১৩, ২০২৫
এফএইচ/আরআইএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।