ঢাকা, বৃহস্পতিবার, ৪ পৌষ ১৪৩১, ১৯ ডিসেম্বর ২০২৪, ১৬ জমাদিউস সানি ১৪৪৬

জাতীয়

ঘরের আড়ায় এক রশিতে ঝুলছিল মা-মেয়ের মরদেহ

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০১২২ ঘণ্টা, ডিসেম্বর ১৯, ২০২৪
ঘরের আড়ায় এক রশিতে ঝুলছিল মা-মেয়ের মরদেহ

দিনাজপুর: দিনাজপুরের খানসামায় ঘরের আড়ার সঙ্গে এক রশিতে ঝুলছিল মা ও মেয়ের গলায় ফাঁস দেওয়া মরদেহ। পাশেই ছিল একটি সুইসাইড নোট।

বুধবার (১৮ ডিসেম্বর) দিবাগত রাত ১০টার দিকে খানসামা উপজেলার আরাজি জুগির ঘোপাপাড়া এলাকার ভক্ত রায়ের বাড়ি থেকে তাদের মরদেহ উদ্ধার করে পুলিশ।

নিহতরা হলেন—ভক্ত রায়ের স্ত্রী সুজাতা রানী রায় (২৪) ও তার মেয়ে নীলাদ্রি রায় (৬)।

পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, রাতে ঘরের ভেতরে তাদের ঝুলন্ত মরদেহ দেখতে পেয়ে পুলিশকে খবর দেন পরিবারের সদস্য ও স্থানীয়রা। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ দুটি উদ্ধার করে। এ সময় ওই ঘরে একটি সুইসাইড নোট পাওয়া যায়। যেখানে মৃত্যুর জন্য কাউকে দায়ী করা হয়নি।

তবে সুইসাইড নোটের লেখা ভিকটিমের কি না, তা পরীক্ষা-নিরীক্ষা করা হবে বলে জানায় পুলিশ।  

এ বিষয়ে খানসামা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নজমুল হক জানান, মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের ব্যবস্থা নেওয়া হয়েছে। এ বিষয়ে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

বাংলাদেশ সময়: ০১২৩ ঘণ্টা, ডিসেম্বর ১৯, ২০২৪
এমজেএফ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।