ঢাকা, সোমবার, ৫ মাঘ ১৪৩১, ২০ জানুয়ারি ২০২৫, ১৯ রজব ১৪৪৬

জাতীয়

মতিঝিলে মারধরে কৃষি ব্যাংকের সাবেক সিবিএ নেতার মৃত্যু

সিনিয়র করেসপন্ডেন্ট  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫০৩ ঘণ্টা, ডিসেম্বর ১৯, ২০২৪
মতিঝিলে মারধরে কৃষি ব্যাংকের সাবেক সিবিএ নেতার মৃত্যু নিহত আব্দুল হালিম

ঢাকা: রাজধানীর মতিঝিলে সাবেক সহকর্মীদের মারধরে আব্দুল হালিম (৬৩) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন বলে অভিযোগ পাওয়া গেছে।  তিনি বাংলাদেশ কৃষি ব্যাংক এমপ্লয়িজ ইউনিয়নের (সিবিএ) সভাপতি ছিলেন।

বুধবার (১৮ ডিসেম্বর) রাতে সহকর্মীরা ওই ব্যক্তিকে মুমূর্ষু অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল (ঢামেক) মর্গে নিয়ে এলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।  

বৃহস্পতিবার (১৯ ডিসেম্বর) এ তথ্য নিশ্চিত করেন পুলিশ।

জানা গেছে, নিহত আব্দুল হালিম বাংলাদেশ কৃষি ব্যাংকের অফিস সহকারী ছিলেন এবং এমপ্লয়িজ ইউনিয়নের সভাপতি ছিলেন। তার বাড়ি চট্টগ্রাম জেলার বোয়ালখালী উপজেলার আহলা গ্রামে।  

নিহত হালিমের ছেলে এজেডএম  ফয়সাল খান বলেন, গত মঙ্গলবার বাবা ঢাকায় কাজে আসেন। গতরাতে জানতে পারি কে বা কারা বাবাকে মারধর করছে। পরে ঢাকা মেডিকেলে এসে বাবার মরদেহ পাই।

ঢাকা মেডিকেল কলেজ মর্গে মৃতের সহকর্মী ও ইউনিয়নের সাধারণ সম্পাদক নাসিম আহমেদ চৌধুরী বলেন, মৃত হালিম বাংলাদেশ কৃষি ব্যাংকের অফিস সহকারী ছিলেন। ২০২০ সালে চট্টগ্রাম পটিয়ার ব্যাংক থেকে অবসরে যান।  

নাসিম আহমেদ চৌধুরীর অভিযোগ, ইউনিয়ন নিয়ে ব্যাংকের অন্যান্য সহকর্মীর সঙ্গে ঝামেলা চলছিল আব্দুল হালিমের। অক্টোবর মাসে ব্যাংকের বার্তাবাহক ফয়েজ ও ক্যাশিয়ার মিরাজ মতিঝিলের ইউনিয়ন অফিস থেকে হালিমকে বের করে দেন এবং হত্যার হুমকি দেন। এই ঘটনায় মতিঝিল থানায় ফয়েজ ও মিরাজের বিরুদ্ধে জিডি করেন হালিম। পদ ফিরে পেতে লেবার কোর্টে মামলা করেন তিনি।

তিনি আরও জানান, গত মঙ্গলবার চট্টগ্রাম থেকে ঢাকায় আসেন। গতকাল (বুধবার) সন্ধ্যার দিকে মতিঝিল বিমান অফিসের গলিতে তারা কয়েকজন সহকর্মী চায়ের দোকানে অবস্থান করছিলেন। এসময় ফয়েজ ও মিরাজসহ সাত থেকে আটজন সেখানে এসে কেন কোর্টে মামলা করেছে, এ বিষয় নিয়ে তর্কাতর্কি শুরু করেন।  এক পর্যায়ে হালিমকে কিল-ঘুষি মারতে শুরু করেন তারা। এতে হালিম অচেতন হয়ে পড়েন। তখন হালিমকে টেনেহিঁচড়ে ১০ তলায় ইউনিয়ন অফিসে নিয়ে যাওয়া হয়। সেখানে হালিমের অবস্থা আরও নাজুক হয়ে যায়। পরে দ্রুত ঢাকা মেডিকেলে নিয়ে গেলে তিনি মারা যান।

মতিঝিল থানার উপপরিদর্শক (এসআই)  সজীব কুমার সিং বলেন, মতিঝিল বিমান অফিসের গলিতে আব্দুল হালিমের সঙ্গে তার পুরোনো কলিগদের পূর্বের জের ধরে ধস্তাধস্তি হয়। এতে গুরুতর অসুস্থ হয়ে পড়েন তিনি। পরে তার সহকর্মীরা দ্রুত ঢাকা মেডিকেলে নিয়ে এলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে রাখা হয়েছে।

বাংলাদেশ সময়: ১৫০০ ঘণ্টা, ডিসেম্বর ১৯, ২০২৪
এজেডএস/এসএএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।