খুলনা: খুলনায় বিদেশি পিস্তলসহ সন্ত্রাসী সাগর বিশ্বাস ওরফে ‘হাড্ডি’ সাগরকে গ্রেপ্তার করেছে পুলিশ।
বৃহস্পতিবার (১৯ ডিসেম্বর) নগরীর জোড়াগেট সিএন্ডবি কলোনির সামনে থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
‘হাড্ডি সাগর’ সোনাডাঙ্গা আবাসিক তৃতীয় ফেজ এলাকার শহীদুল ওরফে মহিউদ্দিনের ছেলে।
সোনাডাঙ্গা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শফিকুল ইসলাম বলেন, ‘হাড্ডি সাগরের’ নামে বিভিন্ন অপরাধে অসংখ্য মামলা রয়েছে। তিনি শীর্ষ সন্ত্রাসী আশিক বাহিনীর সদস্য। পুলিশ তার কাছ থেকে একটি বিদেশি পিস্তল, তিন রাউন্ড তাজা গুলি ও একটি ম্যাগজিন জব্দ করেছে।
ওসি আরও বলেন, ‘হাড্ডি সাগর’ মহানগরের সোনাডাঙ্গা এলাকায় ত্রাসের রাজত্ব কায়েম করতো। তার সন্ত্রাসী কার্যকলাপ ও গ্রেপ্তার সম্পর্কে (শুক্রবার) বেলা সাড়ে ১১টায় সোনাডাঙ্গা থানায় প্রেস কনফারেন্স অনুষ্ঠিত হবে। যেখানে সাগর সম্পর্কে বিস্তারিত বলা হবে।
এদিকে ‘হাড্ডি সাগর’ গ্রেপ্তারের খবর এলাকার মানুষ স্বস্তি প্রকাশ করেছেন।
বাংলাদেশ সময়: ২৩২৩ ঘণ্টা, ডিসেম্বর ১৯, ২০২৪
এমআরএম/এমএম