ঢাকা, রবিবার, ৫ মাঘ ১৪৩১, ১৯ জানুয়ারি ২০২৫, ১৮ রজব ১৪৪৬

জাতীয়

বাগেরহাটে গুঁড়ি গুঁড়ি বৃষ্টি, বেড়েছে শীতের প্রকোপ

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭৫৬ ঘণ্টা, ডিসেম্বর ২১, ২০২৪
বাগেরহাটে গুঁড়ি গুঁড়ি বৃষ্টি, বেড়েছে শীতের প্রকোপ বঙ্গোপসাগরে নিম্নচাপের প্রভাবে বাগেরহাটে গুঁড়ি গুঁড়ি বৃষ্টি

বাগেরহাট: বঙ্গোপসাগরে নিম্নচাপের প্রভাবে শীতের মধ্যেও বাগেরহাটে গুঁড়ি গুঁড়ি বৃষ্টি হচ্ছে।

শনিবার (২১ ডিসেম্বর) সকাল থেকে বিকেল পর্যন্ত জেলায় ১ দশমিক ২ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে।

হঠাৎ বৃষ্টির ফলে শীতের প্রকোপও বেড়েছে জেলাজুড়ে। গুঁড়ি গুঁড়ি বৃষ্টির সঙ্গে শীত বেড়ে যাওয়ায় বিপাকে পড়েছেন রিকশাচালক, ক্ষুদ্র ব্যবসায়ী, দিনমজুর ও বোরো চাষিরা।  

বাগেরহাট শহরের রিকশাচালক মোতাহার মোল্লা বলেন, সকাল থেকে গুঁড়ি গুঁড়ি বৃষ্টি হচ্ছে। তবুও পেটের দায়ে রিকশা নিয়ে বের হয়েছি। বৃষ্টির কারণে ঠান্ডা বেশি, তাই রাস্তায় যাত্রীর সংখ্যাও কম। সকাল থেকে যা আয় করেছি, তা দিয়ে আজকের বাজার খরচও হবে না।  

বাগেরহাট প্রধান বাজারের সবজি বিক্রেতা মোয়াজ্জেম হোসেন বলেন, বাজারে পর্যাপ্ত সবজির সরবরাহ রয়েছে। বৃষ্টির কারণে ক্রেতার সংখ্যা কম তাই বেচাকেনা নাই বললেই চলে।  

বোরো চাষি ইউনুস আলী শেখ বলেন, বৃষ্টিতে ধানের বীজতলার কিছুটা উপকার হচ্ছে। তবে ধান রোপণের জমি প্রস্তুত কাজ ব্যাহত হচ্ছে। শীতে তীব্রতায় শ্রমিকরা মাঠে নামতে পারছেন না। এছাড়া অনেক এলাকায় মাঠে আমন ধান রয়েছে, তাদেরও সমস্যা হবে।

বাগেরহাট কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক শংকর কুমার মজুমদার বলেন, বেশির ভাগ কৃষকই তাদের ধান ঘরে তুলে নিয়েছেন। এখনও মাঠে অল্প কিছু কৃষকের ধান রয়েছে। শনিবার সকাল থেকে গুঁড়ি গুঁড়ি বৃষ্টি হচ্ছে। তবে এতে বড় ধরনের ক্ষতির কোনো আশঙ্কা নেই। সামনে বোরো ধানের মৌসুম। কৃষকরা বীজতলা প্রস্তুত করছেন। বৃষ্টি হলে বোরোর বীজতলা ভালো হবে। শীতকালীন সবজি চাষেও এর কোনো প্রভাব পড়বে না।  

মোংলা আবহাওয়া অফিসের ভারপ্রাপ্ত কর্মকর্তা আবহাওয়াবিদ মো. হারুন অর রশিদ বলেন, ভোর থেকে দুপুর ১২টা পর্যন্ত বাগেরহাটে ১ দশমিক ২ মিলিমিটার বৃষ্টি রেকর্ড করা হয়েছে। রোদ না ওঠায় শীত বেশি অনুভূত হচ্ছে। সকাল থেকে দুপুর পর্যন্ত জেলার সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১৫ দশমিক ৮ ডিগ্রি সেলসিয়াস।

বাংলাদেশ সময়: ১৭৫৫ ঘণ্টা, ডিসেম্বর ২১, ২০২৪
এসআরএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।