ঢাকা, রবিবার, ৫ মাঘ ১৪৩১, ১৯ জানুয়ারি ২০২৫, ১৮ রজব ১৪৪৬

জাতীয়

মহান বিজয় দিবস: স্বরূপকাঠিতে শুভসংঘের চিত্রাঙ্কন প্রতিযোগিতা

নিউজ ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯৪৬ ঘণ্টা, ডিসেম্বর ২১, ২০২৪
মহান বিজয় দিবস: স্বরূপকাঠিতে শুভসংঘের চিত্রাঙ্কন প্রতিযোগিতা

ঢাকা: মহান বিজয় দিবস উপলক্ষে পিরোজপুরের স্বরূপকাঠিতে শিশু শিক্ষার্থীদের নিয়ে চিত্রাঙ্কন প্রতিযোগিতার আয়োজন করেছে বসুন্ধরা শুভসংঘ স্বরূপকাঠি উপজেলা শাখা।  

এ উপলক্ষে শনিবার (২১ ডিসেম্বর) সকালে উপজেলা পরিষদ হলরুমে অনুষ্ঠিত চিত্রাঙ্কন প্রতিযোগিতায় স্বরূপকাঠি কিন্ডার গার্টেনের শিক্ষার্থীরা অংশ নেয়।

অংশগ্রহণকারী শিক্ষার্থীরা মহান মুক্তিযুদ্ধে বাঙালির বিজয়ের বিভিন্ন চিত্র কাগজে রং তুলির ছোঁয়ায় ফুটিয়ে তোলে। অংশগ্রহণকারী শিক্ষার্থীদের মধ্যে পাঁচ শিক্ষার্থী শাহ আলী সুরাইন, সাফওয়ানা ইসলাম, তাজকিয়া তুবা, আনহা ইসলাম আয়াত ও ফাতিমা রোজা বিজয়ী হয়।

পরে প্রধান অতিথি হিসেবে নেছারাবাদ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মনিরুজ্জামান ও বিশেষ অতিথি হিসেবে গোয়েন্দা পুলিশের সাবেক সহকারী পুলিশ সুপার (এএসপি) মো. আকতার হোসেন বিজয়ী শিক্ষার্থীদের হাতে পুরস্কার তুলে দেন।

পুরস্কার বিতরণের আগে মনিরুজ্জামান তার বক্তব্যে শিশু শিক্ষার্থীদের নিয়ে এমন একটি আয়োজনের জন্য বসুন্ধরা শুভসংঘকে ধন্যবাদ জ্ঞাপন করে বলেন, মুক্তিযুদ্ধের চেতনায় ভবিষ্যৎ প্রজন্মকে উদ্বুদ্ধ করতে বসুন্ধরা শুভসংঘের এমন একটি আয়োজন সত্যিই প্রশংসনীয়। আমরা আশা করি বসুন্ধরা শুভসংঘ ভবিষ্যতেও এই এলাকায় তাদের এমন সব কার্যক্রম অব্যাহত রাখবে।

বিশেষ অতিথি গোয়েন্দা পুলিশের সাবেক এএসপি ও উপজেলা শুভসংঘের সহ সভাপতি মো. আকতার হোসনে বলেন, বসুন্ধরা শুভসংঘ সমাজে নানা ধরনের সহযোগিতা ও সেবামূলক কর্মকাণ্ড করে আসছে বলে আমরা দেখে আসছি। মহান বিজয় দিবস উদযাপনে শিশুদের উৎসাহ বাড়াতে তাদের নিয়ে এমন একটি আয়োজন করায় আমি শুভসংঘকে ধন্যবাদ জ্ঞাপন করছি।

স্বাগত বক্তব্যে কালের কণ্ঠ প্রতিনিধি ও উপজেলা শুভসংঘের উপদেষ্টা হযরত আলী হিরু বলেন, ‘শুভ কাজে সবার পাশে’ এই স্লোগানে বসুন্ধরা শুভসংঘ সারা দেশে মানবিক, সামজিক ও সহযোগিতামূলক কর্মকাণ্ড করে আসছে। মহান মুক্তিযুদ্ধ আমাদের গর্ব আমাদের অহংকার। আমরা মুক্তিযুদ্ধের চেতনাকে ধারণ এবং লালন করি।

আমাদের মতো ভবিষ্যৎ প্রজন্মের মধ্যে যেন মুক্তিযুদ্ধের চেতনা সৃষ্টি হয় সেই লক্ষ্যে মহান বিজয় দিবসে শিশু শিক্ষার্থীদের নিয়ে আমাদের শুভসংঘের এই আয়োজন।  

পুরস্কার বিতরণে উপজেলা শুভসংঘের সহ-সভাপতি প্রধান শিক্ষক আলমগীর হোসেন, নারী বিষয়ক সম্পাদিকা উম্মে কুলসুম হাসি, সহ-নারী বিষয়ক সম্পাদিকা মুনিয়া শরীফ মুনা, সহ-আপ্যায়ন বিষয়ক সম্পাদিকা জেনিফার আমান ইভা, সদস্য হাফসা ইসলাম, লিজা ইসলাম ও সাংবাদিক এস আর রাজু উপস্থিত ছিলেন।

বাংলাদেশ সময়: ১৯৪৬ ঘণ্টা, ডিসেম্বর ২১, ২০২৪
আরআইএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।